এক্সপ্লোর
Advertisement
‘নতুন ভারতে’ দুর্নীতি, স্বজনপোষণ, সন্ত্রাসবাদ ও জনসাধারণের অর্থ লুঠের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্যারিসে বললেন মোদী
প্রধানমন্ত্রীর দাবি, আমরা তিন তালাক প্রথা বাতিল করেছি, নতুন ভারতে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় করা চলবে না।
প্যারিস: ইউনেস্কোর সদর দপ্তরে নরেন্দ্র মোদীর ভাষণে তিন তালাক, উন্নয়ন, দুর্নীতি, স্বজনপোষণ, জনগণের টাকা লুঠ হওয়ার কথা। প্রধানমন্ত্রী বললেন, দেশের মানুষ ‘নতুন ভারত’ তৈরির জন্য আমাদের সরকারকে বিপুল জনমত দিয়েছে। ভারত উন্নয়নের রাস্তায় জোর কদমে এগিয়ে চলেছে বলে দাবি করেছেন তিনি। মোদী বলেছেন, জনগণ ২০১৯ এর নির্বাচনে তাঁদের পক্ষে যে বিরাট রায় দিয়েছেন, সেটা শুধু সরকার গঠনের জন্য নয়, এক নতুন ভারত নির্মাণের জন্য, যার লক্ষ্য জীবনযাত্রা মসৃণ করার পাশাপাশি সহজে ব্যাবসা, বাণিজ্য করা।
ये जनादेश सिर्फ एक सरकार चलाने के लिए नहीं, बल्कि नए भारत के निर्माण के लिए है।
ऐसा नया भारत जिसकी समृद्ध सभ्यता और संस्कृति पर पूरे विश्व को गर्व हो, और जो 21वीं सदी को Lead करे।
ऐसा नया भारत जिसका focus Ease of Doing Business पर हो और जो Ease of Living भी सुनिश्चित करे: PM
— PMO India (@PMOIndia) August 23, 2019
হুঁশিয়ারির সুরে প্রধানমন্ত্রী নতুন ভারতে দুর্নীতি, স্বজনপোষণ, সন্ত্রাসবাদ ও জনসাধারণের অর্থ লুঠের ওপর ফাঁস চেপে বসছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন। পরোক্ষে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ব্যাপারে মোদী বলেন, ভারতে অস্থায়ী ব্যবস্থার কোনও সুযোগ নেই। আপনারা দেখলেন, ১২৫ কোটি লোকের দেশ, মহাত্মা গাঁধী, গৌতম বুদ্ধ, রাম, কৃষ্ণের দেশের একটা অস্থায়ী ব্যবস্থা দূর করতে ৭০ বছর লেগে গেল।
প্রধানমন্ত্রীর দাবি, আমরা তিন তালাক প্রথা বাতিল করেছি, নতুন ভারতে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় করা চলবে না।
২০৩০ সাল নাগাদ পূরণের জন্য জলবায়ু পরিবর্তনের যে লক্ষ্য ধরা হয়েছে, ভারত আগামী দেড় বছরের মধ্যে তার বেশিরভাগই করে ফেলবে বলেও ঘোষণা করেন তিনি। ২০২৫-এ ভারত পুরোপুরি যক্ষ্মা রোগমুক্ত হবে বলেও ঘোষণা করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement