এক্সপ্লোর
Advertisement
বিনিয়োগ, কর্মসংস্থান নিয়ে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করলেন মোদি, নেতৃত্বে তিনিই
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধীরা যে ইস্যুগুলিতে মোদি সরকারকে আক্রমণ করেছিল, সেগুলির অন্যতম ছিল কর্মসংস্থান। মোদি বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে তারা দাবি করে, পাশাপাশি অর্থনীতি বৃদ্ধির গতি শ্লথ হয়েছে বলে অভিযোগ তুলেও সেজন্য মোদি সরকারকে কাঠগড়ায় তোলে তারা।
নয়াদিল্লি: বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দুটি নতুন ক্যাবিনেট কমিটি গড়লেন নরেন্দ্র মোদি। বিনিয়োগ চাঙ্গা করা ও কর্মসংস্থানের মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে দিলেন তিনি। সরকারি সূত্রে বলা হয়েছে, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান ও স্কিল তথা দক্ষতা বাড়ানোর ব্যাপারে তৈরি দুটি কমিটিরই নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নিজে। বিনিয়োগ ও বৃদ্ধি সংক্রান্ত কমিটিতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পথ ও সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরী, রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। দ্বিতীয় কমিটিতে অমিত শাহ, সীতারামন, গয়ালের পাশাপাশি থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ টোমার, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল, পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্কিল উন্নয়নমন্ত্রী এম এন পান্ডে, শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার ও আবাসন, নগরোন্নয়নমন্ত্রী হরদীপ পুরি। সূত্রের খবর, নানা ইস্যুতে ক্যাবিনেট কমিটি গঠনের জন্য বিজনেস রুলে নির্দিষ্ট বিধি আছে। কিন্তু আগের জমানায় এমন কোনও কমিটি তৈরি করেননি মোদি। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধীরা যে ইস্যুগুলিতে মোদি সরকারকে আক্রমণ করেছিল, সেগুলির অন্যতম ছিল কর্মসংস্থান। মোদি বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে তারা দাবি করে, পাশাপাশি অর্থনীতি বৃদ্ধির গতি শ্লথ হয়েছে বলে অভিযোগ তুলেও সেজন্য মোদি সরকারকে কাঠগড়ায় তোলে তারা।
সেই প্রেক্ষাপটেই বুধবার দুটি কমিটি গড়লেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি আজ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিও গঠিত হয়েছে। এতে স্বয়ং মোদি ছাড়াও আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নির্মলা সীতারামন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement