(Source: ECI/ABP News/ABP Majha)
আজ বারাণসীতে মোদি, করবেন দীনদয়ালের ৬৩-ফুট মূর্তি উন্মোচন, মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন সহ ৩০টি প্রকল্পের সূচনা
গত এক বছর ধরে প্রায় ২০০ জন শিল্পী মিলে এই বিশাল মূর্তি তৈরি করেছেন।
বারাণসী: পণ্ডিত দীনদয়াল উপাধ্য়ায়ের ৬৩-ফুট মূর্তি থেকে শুরু করে সুপার-স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন—রবিবার নিজের লোকলভা কেন্দ্র বারাণসীতে প্রায় ৩০টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পিএমও দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-তে একটি ৪৩০-বেডের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের সূচনা করবেন তিনি। পাশাপাশি, সেখানেই একটি পৃথক ৭৪-বেডের মনরোগ হাসপাতালের উদ্বোধনও করবেন।
এছাড়া, ভিডিও-লিঙ্কের মাধ্য়মে আইআরসিটিসি-র মহাকাল এক্সপ্রেসের সূচনা করবেন মোদি। দেশের প্রথম বেসরকারি ট্রনটি তিন জ্যোতির্লিঙ্গ পূন্য়ভূমিকে যুক্ত করবে। এই ট্রেনটি উত্তরপ্রদেশের বারাণসীর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও ওমকরেশ্বরকে যুক্ত করবে।
পাশাপাশি, এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্য়ায়ের ৬৩-ফুট মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। গত এক বছর ধরে প্রায় ২০০ জন শিল্পী মিলে এই বিশাল মূর্তি তৈরি করেছেন।