Sushil Kumar in Murder Case: খুনের ঘটনায় নাম জড়িয়েছে, বেপাত্তা সুশীল কুমারের খোঁজে তল্লাশি দিল্লি পুলিশের
Sushil Kumar in trouble: অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
![Sushil Kumar in Murder Case: খুনের ঘটনায় নাম জড়িয়েছে, বেপাত্তা সুশীল কুমারের খোঁজে তল্লাশি দিল্লি পুলিশের Police raids to trace wrestler Sushil Kumar in murder case of 23-year-old former junior national champion Sushil Kumar in Murder Case: খুনের ঘটনায় নাম জড়িয়েছে, বেপাত্তা সুশীল কুমারের খোঁজে তল্লাশি দিল্লি পুলিশের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/06/595d93e27872151fc1700c35ebcb60ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অলিম্পিকে দু’বারের পদকজয়ী সুশীল কুমারের আখড়ায় প্রাক্তন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীরের খুনের ঘটনায় তল্লাশি শুরু করল দিল্লি পুলিশ। এই কুস্তিগীরকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। সুশীলকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক দলকে পাঠানো হয়েছে। সুশীল এখন কোথায় আছেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর-পশ্চিম) ড. গুরিকবাল সিংহ সিধু জানিয়েছেন, ‘সুশীল কুমারের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই কারণেই আমরা তাঁর ভূমিকা খতিয়ে দেখছি। আমরা তাঁর বাড়িতে দল পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। আমরা তাঁর খোঁজ করছি। অভিযুক্তদের খোঁজে কয়েকটি দল তল্লাশি চালাচ্ছে।’
এই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুশীল কুমার ও তাঁর সঙ্গীরা এই অপরাধ ঘটিয়েছেন। এফআইআর-এ সে কথাই উল্লেখ করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে এবং দু’জন জখম হয়েছেন। চার ঘণ্টা ধরে চলে মারধর। মৃত যুবকের নাম সাগর কুমার। তিনি দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলের ছেলে। আহত হওয়া দুই যুবকের নাম সোনু মাহাল (৩৫) ও অমিত কুমার (২৭)। আমরা এফআইআর দায়ের করেছি এবং প্রিন্স দালাল (২৪) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছি। তার কাছ থেকে একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।’
পুলিশ সূত্রে খবর, উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউনে ছত্রসাল স্টেডিয়ামের গাড়ি রাখার জায়গায় সুশীল কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর, অমিত এবং আরও কয়েকজন বচসায় জড়িয়ে পড়েন। সাগর ও তাঁর বন্ধুরা মডেল টাউন অঞ্চলে স্টেডিয়ামের কাছেই একটি বাড়িতে থাকছিলেন। সেই বাড়ি খালি করার জন্য তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছিল। সম্ভবত সেটা নিয়েই বচসা হয়। মঙ্গলবার গভীর রাতে থানায় ফোন করে জানানো হয়, ছত্রসাল স্টেডিয়ামে দুই ব্যক্তির মধ্যে বচসায় জখম হয়েছেন একজন। আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনাতেই নাম জড়িয়েছে সুশীলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)