এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার তিন, ধড় উদ্ধার, মাথা খুঁজছে পুলিশ
গত শুক্রবার রাতে শিশুটি তার মা ও পুরুষসঙ্গীর সঙ্গে প্ল্যাটফর্মে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থাতেই তাকে অপহরণ করা হয়। এই নৃশংস ঘটনায় পুরুষসঙ্গী সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর মেয়ের হত্যার পিছনে পুরুষসঙ্গীর ভূমিকা থাকতে পারে। ঘটনায় ওই ব্যক্তির যোগসাজশ তদন্ত করে দেখছে পুলিশ।
জামশেদপুর: ঝাড়খণ্ডে নারকীয় ঘটনা। টাটানগর প্ল্যাটফর্ম থেকে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ ও খুন করে মাথা কেটে নিল দুই দুষ্কৃতী। বুধবার পুলিশ জানায় যে, মঙ্গলবার রাতে স্টেশন থেকে চার কিলোমিটার দূরে টেলকো থানার অন্তর্গত একটি ঝোপ থেকে প্ল্যাস্টিকের ব্যাগে শিশুটির ধড় উদ্ধার করা হয়। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, এখনও মাথা উদ্ধার করা যায়নি, এজন্য তল্লাশি চলছে।এই কাজে গোয়েন্দা কুকুরদের কাজে লাগানো হয়েছে।
গত শুক্রবার রাতে শিশুটি তার মা ও পুরুষসঙ্গীর সঙ্গে প্ল্যাটফর্মে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থাতেই তাকে অপহরণ করা হয়। এই নৃশংস ঘটনায় পুরুষসঙ্গী সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর মেয়ের হত্যার পিছনে পুরুষসঙ্গীর ভূমিকা থাকতে পারে। ঘটনায় ওই ব্যক্তির যোগসাজশ তদন্ত করে দেখছে পুলিশ।
রেলের পুলিশ সুপার এহতেশাম ওয়াকুয়ারিব বলেছেন, প্ল্যাটফর্মে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানিয়েছেন, ধর্ষণের পর গলা টিপে শিশুটিকে খুন করে মাথা কেটে নেওয়ার অপরাধ কবুল করেছে ওই দুই দুষ্কৃতী। তাদের জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধড় উদ্ধার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement