এক্সপ্লোর
৮০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত, ভাঙচুরকারীদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে, জানালেন রেলবোর্ডের চেয়ারম্যান
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের নামে হিংসা ও ভাঙচুরের জেরে রেলের ৮০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা রেলের সম্পত্তি ভাঙচুর করেছে এবং আগুন লাগিয়েছে, তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। আজ এমনই জানালেন রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিভিন্ন স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, রেল লাইন ও সিগন্যালেরও ক্ষতি করা হয়েছে। সে কথা উল্লেখ করেই রেলবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা। হামলাকারীদের কাছ থেকেই সেই টাকা উদ্ধার করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















