এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস রোগীর চিকিত্সা করতে গিয়ে মারা গেলে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীর পরিবারকে ১ কোটি, ঘোষণা কেজরিবালের
কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলা কয়েক হাজার সরকারি কর্মীর জন্য সম্প্রতি জীবনবিমা সুরক্ষার বন্দোবস্ত করেছে উত্তরাখন্ড সরকারও।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের রোগীদের চিকিত্সা করা ডাক্তার, নার্স, প্যারামেডিকেল কর্মী, টেকনিশিয়ান ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিশেষ বিমা সুরক্ষার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল জানালেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিত্সা, সেবা, দেখভাল করতে গিয়ে মৃত্যু হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর পরিবার পাবে ১ কোটি টাকা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কোভিড ১৯ রোগীদের সেবা করতে গিয়ে যদি কেউ মারা যান, সে তিনি ডাক্তার বা নার্স বা স্যানিটেশনকর্মী, যে-ই হোন, তাঁর পরিবারকে ১ কোটি টাকা দেওয়া হবে তাঁদের সেবার স্বীকৃতি, সম্মান হিসাবে। তাঁরা বেসরকারি বা সরকারি, যে ক্ষেত্রেরই হোন, তা বিচার করা হবে না। দিল্লিতে এপর্যন্ত কোভিড ১৯ এ আক্রান্ত ১২০ জন।
কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলা কয়েক হাজার সরকারি কর্মীর জন্য সম্প্রতি জীবনবিমা সুরক্ষার বন্দোবস্ত করেছে উত্তরাখন্ড সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত ৬৮,৪৫৭ সরকারি কর্মীকে ৪ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়ছেন, তাই এঁদের ‘কোভিড যোদ্ধা’ বলে স্বীকৃতি দেবে তাঁর সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement