এক্সপ্লোর
Advertisement
ওড়িশায় তিতলির নামে সদ্যজাতদের নামকরণের ঢল
ভুবনেশ্বর: ওড়িশার উপকূল এলাকার মানুষজন ঘূর্ণিঝড়ের সঙ্গে যুদ্ধ করে উঠলেও নতুন মা হওয়া বহু মহিলা কিন্তু সদ্যজাত কন্যার নাম হিসেবে তিতলিকেই বেছে নিচ্ছেন। গঞ্জাম, জগৎসিংপুর ও নয়াগড়ের মত জায়গা, যেগুলিতে তিতলি ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি ছিল, সে সব জায়গাতেই তিতলি নামকরণের ঢল পড়েছে।
পারাদ্বীপের এ আল্লেম্মা যেমন। বৃহস্পতিবার ভোরে যমজ মেয়ে হয়েছে তাঁর, ঠিক যে সময় ঘূর্ণিঝড় তিতলি পার হচ্ছিল ওড়িশা উপকূল। আলেম্মা দুজনেরই নাম রেখেছেন তিতলি। আবার প্লুরুগাদার বিমলা দাসকে ধরুন। ছত্রপুরের যে হাসপাতালে আলেম্মা ভর্তি ছিলেন, সেখানে বিমলারও মেয়ে হয়েছে। তাঁরও ইচ্ছে, মেয়ের নাম রাখবেন তিতলি। স্থানীয় আশা স্বাস্থ্য কেন্দ্রে বুধবার রাত ও বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ৯টি শিশুর জন্ম হয়েছে, তারা প্রত্যেকে মেয়ে। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ মোহন বারিক জানাচ্ছেন, সক্কলেরই নাম রাখা হবে তিতলি। যাঁদের মেয়ে হয়েছে, সেই গীতাঞ্জলি গৌড়া, মঞ্জরী জেনাদেরও খুব পছন্দ হয়েছে এই নাম।
ওড়িশায় অবশ্য ঘূর্ণিঝড়ের নামে সন্তানের নাম দেওয়ার পুরনো উদাহরণ রয়েছে। ১৯৯৯-তে সুপার সাইক্লোনে তছনছ হয়ে যায় গোটা রাজ্য, প্রাণ হারান অন্তত ১০,০০০ মানুষ। তখনও বাবা মায়েরা সদ্যজাতদের নাম রেখেছিলেন সেই দুর্যোগের নামে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement