এক্সপ্লোর
উমপুন-বিধ্বস্ত বাংলার কথা ভাবলেই শূন্যতা গ্রাস করছে, ওখানকার প্রত্যেকে আমার পরিবারের মতো, ট্যুইট বিষণ্ণ শাহরুখের
সেই শাহরুখ খান উমপুন-বিধ্বস্ত বাংলার জন্য বিষণ্ণ। ট্যুইট করে বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন কিং খান।

কলকাতা: তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স তুমুল জনপ্রিয়। নাইটদের ম্যাচ থাকলেই ইডেন গার্ডেন্স ভরিয়ে খেলা দেখতে আসেন সমর্থকেরা। সেই শাহরুখ খান উমপুন-বিধ্বস্ত বাংলার জন্য বিষণ্ণ। ট্যুইট করে বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন কিং খান। শুক্রবার শাহরুখ ট্যুইটারে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে বাংলা ও ওড়িশায় যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের জন্য ভীষণ খারাপ লাগছে। আমার সহানুভূতি ও ভালবাসা রইল। সকলের জন্য প্রার্থনা করছি।’ বলিউডের বাদশা আরও লিখেছেন, ‘খবরটা শোনার পর থেকে শূন্যতা গ্রাস করছে। ওরা প্রত্যেকে আমার নিজের লোক। আমার পরিবারের সদস্যদের মতো। এই কঠিন সময়ে আমাদের ইতিবাচক থাকতে হবে। যতক্ষণ না একসঙ্গে সকলে হাসতে পারছি।’ কলকাতা তাঁকে যে নিঃশর্তভাবে ভালবেসেছে, একাধিক সাক্ষাৎকারে তা বারবরই জানিয়েছেন শাহরুখ। ইডেন গার্ডেন্সে তিনি নাইটদের খেলা দেখতে আসা মানেই ম্যাচ শেষ হলে মাঠ প্রদক্ষিণে নেমে পড়বেন ছেলে আরিয়ান, আব্রাম বা মেয়ে সুহানাকে নিয়ে। উমপুনে বিধ্বস্ত বাংলার ছবি দেখে তাই বিষণ্ণ শাহরুখ। তাঁর দল কেকেআরে তরফেও খোলা হয়েছে উমপুনের হেল্পলাইন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















