এক্সপ্লোর
Advertisement
আকাশের গ্রেফতারের পর কৈলাশ বিজয়বর্গীয়র জুতো হাতে পুলিশ আধিকারিকের দিকে তেড়ে যাওয়ার পুরানো ছবি এল সামনে
পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে গ্রেফতার হয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। একটি বাড়ি ভাঙার বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্যে পুর আধিকারিককে পিটিয়ে সমালোচনার মুখে পড়েছেন আকাশ। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় একই ধরনের একটি পুরানো ছবি প্রকাশ্য এসেছে।
ইন্দোর: পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে গ্রেফতার হয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। একটি বাড়ি ভাঙার বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্যে পুর আধিকারিককে পিটিয়ে সমালোচনার মুখে পড়েছেন আকাশ। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় একই ধরনের একটি পুরানো ছবি প্রকাশ্য এসেছে। আর এই ছবিতে জুতো হাতে পুলিশের এক পদস্থ আধিকারিকের দিকে তেড়ে যেতে দেখা যাচ্ছে প্রবীণ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়কে। আকাশ তাঁরই ছেলে।
ছবিটি ১৯৯৪-এর। ছবিতে কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোরের এএসপি-র সামনে জুতো হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি ওই সময় ইন্দোরের মেয়র ছিলেন।
পুর আধিকারিকদের পেটানোর জন্য আকাশ সমালোচনার মুখে পড়েন। কেউ কেউ বাবার মুখ পোড়ানোর জন্যও আকাশকে একহাত নেন। কিন্তু তাঁর বাবারই এমন একটা ছবি সামনে আসায় ওই সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে।
বুধবার আকাশকে গ্রেফতার করা হয়। আজাদ নগরের ডিস্ট্রিক জেলে তাঁকে রাখা হয়। সেখানে পুলিশের একটি দল গত ৪ জুন বিদ্যুত বিভ্রাটের প্রতিবাদের জন্য 'আনুষ্ঠানিকভাবে' গ্রেফতার করে। ওই প্রতিবাদ চলাকালে রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথের কুশপুতুল দাহ করা হয়। কোনওরকম অনুমতি ছাড়াই ওই প্রতিবাদ দেখানোর অভিযোগ রয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে।
পুর আধিকারিককে মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ইন্দোর দায়রা আদালতে আকাশের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আদালত এজন্য জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলার জন্য গঠিত বিশেষ আদালতের দ্বারস্থ হতে বলেছে তাঁকে।
এদিকে, আকাশের পাশে দাঁড়াতে দামোহ-র পুরসভায় ব্যাট হাতে পৌঁছে গেলেন ভারতীয় জনতা যুব মোর্চার এক নেতা।
দামোহ জেলা যুব মোর্চার সহ সভাপতি বিবেক অগ্রবালকে গত বৃহস্পতিবার ব্যাট হাতে পুরসভায় পৌঁছতে দেখা যায়। তাঁর মাও একজন কর্পোরেটর। তাঁর ব্যাট হাতে সেখানে পৌঁছনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে আকাশকে সমর্থন করতে শোনা গিয়েছে। অগ্রবাল বলেছেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না, এই বার্তা দিতেই তিনি ব্যাট নিয়ে এসেছেন ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement