এক্সপ্লোর
Advertisement
দফায় দফায় বৈঠক, উত্তরপ্রদেশে জোটে নীতিগত সম্মতি অখিলেশ, মায়াবতীর, জানালেন সপা মুখপাত্র, প্রার্থী নয় রাহুল, সনিয়ার কেন্দ্রে
লখনউ: লোকসভা ভোট মাথায় রেখে উত্তরপ্রদেশে জোট গঠনে সহমত হল সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজ পার্টি (বসপা)। দুটি দলের ‘গঠবন্ধনে’র ব্যাপারে এ মাসের পরের দিকে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সপা-র জাতীয় মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি। সপা সভাপতি অখিলেশ সিংহ যাদব ও বসপা সভানেত্রী মায়াবতীর মধ্যে এ নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে, তাঁরা ‘নীতিগত ভাবে’ জোটে ‘সম্মতি’ দিয়েছেন বলেও জানান তিনি। রাজেন্দ্র বলেন, শুক্রবারও দিল্লিতে দুজন কথা বলেছেন। অন্য দলগুলির সঙ্গেও কথা চলছে। পশ্চিম উত্তরপ্রদেশে যাদের উপস্থিতি আছে, সেই রাষ্ট্রীয় লোকদলও এই দলগুলির মধ্যে আছে।
একটি সূত্রের দাবি, সপা, বসপা নাকি ৩৭টি করে আসনে লড়বে বলে ঠিক করেছে। ১৫ জানুয়ারি নিজের জন্মদিনে মায়াবতী অখিলেশের সঙ্গে জোটের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন।
ঘটনাচক্রে অখিলেশ ও মায়াবতীর এই বোঝাপড়ায় কংগ্রেস নেই। কংগ্রেসকে এই প্রক্রিয়ায় সামিল করা হতে পারে কিনা, প্রশ্ন করা হলে সপা মুখপাত্রটি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অখিলেশ, মায়াবতীই। তবে সপা-বসপা জোট কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্র অমেঠি ও রায়বরেলিতে প্রার্থী দেবে না বলে জানান তিনি।
রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্র। গত বছর বিজেপিকে তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত করে বিরোধীরা। গত মে মাসে কৈরানায় আরএলডি-র তাবাসুম হাসানের কাছে হারেন বিজেপি প্রার্থী। তাবাসুমকে সমর্থন করেছিল কংগ্রেস, সপা, বসপা। মার্চে গোরক্ষপুর, ফুলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও হারে বিজেপি।
২০১৪-র লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ৪২.৬৩ শতাংশ ভোট পেয়ে ৭১টি আসনে জিতেছিল। বিজেপি শরিক আপনা দল পায় ২টি আসন। সপা ২২.৩৫ শতাংশ ভোট পায়, জেতে ৫টি আসন। বসপা ১৯.৭৭ শতাংশ ভোট পেলেও কোনও কেন্দ্রে জেতেনি। কংগ্রেস জয়ী হয় দুটি আসনে, পায় ৭.৫৩ শতাংশ ভোট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement