এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
এ ধরনের লোকজনের কোনও ধর্ম নেই! গিরিরাজের ইফতার-ট্যুইটের পাল্টা নীতীশের
এমন কটাক্ষে বিরূপ প্রতিক্রিয়া হয়। শরিক নেতারা গিরিরাজের নিন্দা করেন। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে তিরস্কার করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন বলে শোনা যায়।
নয়াদিল্লি: গিরিরাজ সিংহকে পাল্টা নীতীশ কুমারের। কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএর শরিক নেতাদের ইফতার পার্টিতে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। কট্টরপন্থী বলে পরিচিত গিরিরাজের নিশানায় ছিলেন এনডিএ শরিক জেডি (ইউ) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এলজেপি নেতা রামবিলাস পাসোয়ান, এমনকী তাঁর নিজের দল বিজেপির নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদিও! আজ পটনায় ইদের অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের সামনে নীতীশের তোপ, প্রচার পাওয়ার জন্যই এসব করেন গিরিরাজ।
कितनी खूबसूरत तस्वीर होती जब इतनी ही चाहत से नवरात्रि पे फलाहार का आयोजन करते और सुंदर सुदंर फ़ोटो आते??...अपने कर्म धर्म मे हम पिछड़ क्यों जाते और दिखावा में आगे रहते है??? pic.twitter.com/dy7s1UgBgy
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) June 4, 2019
রাজ্যে নীতীশের নেতৃত্বে মন্ত্রী থাকার সময় থেকেই তাঁর সঙ্গে মোটেই বোঝাপড়া ভাল নয় গিরিরাজের। পাসোয়ান ও বিরোধী নেতা জিতন রাম মাঝির দেওয়া ইফতার পার্টিতে হাসিমুখে সাদা পোশাক, মাথায় টুপি পরা নীতীশ, পাসোয়ান, তার ছেলে চিরাগ, সুশীল মোদির ছবি দেখিয়ে কেন তাঁরা ইফতার করেছেন, প্রশ্ন তুলে গিরিরাজ ট্যুইট করেন, ছবিটা নবরাত্রির ফলাহার অনু্ষ্ঠানের হলে কী ভাল হত! কেন আমরা নিজেদের ধর্মপালন না করে অপরের ধর্মের প্রতি প্রেম দেখাই!
এমন কটাক্ষে বিরূপ প্রতিক্রিয়া হয়। শরিক নেতারা গিরিরাজের নিন্দা করেন। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে তিরস্কার করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন বলে শোনা যায়।
এদিন মুসলিম সহ সব সম্প্রদায়কে ইদের শুভেচ্ছা জানান নীতীশ। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গিরিরাজ, উনি যা বলেছেন, তার ওপর কোনও প্রতিক্রিয়া দেব না। কিছু মানুষের মিডিয়ায় প্রচারের আলো পাওয়ার নেশায় অপ্রয়োজনীয় মন্তব্য করার স্বভাব আছে। এধরনের লোকেদের কোনও ধর্ম হয় না কারণ প্রতিটি ধর্ম পরস্পরকে সম্মান করতে, ভালবাসতে শেখায়।
গতকালই চিরাগ বিবৃতি দিয়ে গিরিরাজকে একহাত নেন, বলেন, উনি ভারতীয় ঐতিহ্যকেই প্রশ্ন করছেন। সম্প্রতি এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগান দিয়েছেন, তাঁর দল তাতেই বিশ্বাস করে বলে জানান চিরাগ।
জেডি (ইউ) নেতা তথা বিহারের মন্ত্রী অশোক চৌধুরি বলেন, কেউ কি গিরিরাজকে নবরাত্রিতে ফলাহারের আয়োজন করতে বাধা দিয়েছে? পুরো বিজেপি নয়, শুধু ওনাকে সাবধান করতে চাই, এসব কথা বলা থেকে সংযত থাকুন। গিরিরাজের মনে রাখা উচিত, তাঁর দল কিন্তু বিহারে জোট সরকারের শরিক। লোকসভা ভোটে ওনার বিশাল জয়ে কিন্তু আমাদের নেতার (নীতীশ কুমার)কম সমর্থন ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement