৫ ঘণ্টার অস্ত্রপচারে গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক!
৫ ঘণ্টার অস্ত্রপচার। গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক।

চেন্নাই: ৫ ঘণ্টার অস্ত্রপচার। গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক। যা বের করতে প্রায় কালঘাম ছুটল চিকিৎসকদের। ঘটনা তামিলনাড়ুর।
চেন্নাইয়ের তিরুমুলাইভয়াল থেকে অসুস্থ গরুটিকে নিয়ে আসা হয়েছিল তামিলনাড়ুর পশুচিকিৎসা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। সেখানেই পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রপচার করে গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করেন চিকিৎসকরা। ভারতে প্রকাশিত এক প্রথম সারির পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গরুটি যন্ত্রণায় কাতর ছিল। পেটে বিরাট পরিমাণ প্লাস্টিক জমা হওয়ার কারণে গরুটি দুধও দিচ্ছিল না। সমস্যা হচ্ছিল প্রস্রাবেও।
পশু চিকিৎসক এস বালাসুব্রহ্মণ্যনের কথায় গরুর পেট কেটে প্লাস্টিক বের করার বিষয়টি ছিল ‘বেনজির’। তিনি আরও বলেন, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে কী পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকের মতে গরুটি অন্তত ২ বছর সময় ধরে এত প্লাস্টিক খেয়েছে।
প্রসঙ্গত, পশুপ্রাণীদের প্লাস্টিক খেয়ে অসুস্থ হওয়া এমনকি মৃত্যু হওয়ার ঘটনা এই প্রথম নয়। প্লাস্টিক খাওয়ার কারণে বিশ্বব্যাপী মৃত্যু হচ্ছে সাদা তিমির। কয়েকদিন আগেই খবরে এসেছে কচ্ছপের শরীর থেকে প্লাস্টিক ও স্টিলের সামগ্রী পাওয়ার ঘটনা। ২০১৮ সালে রাজস্থানের সরকার তো স্বীকারই করে নেয়, প্লাস্টিক খেয়ে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত হাজারখানেক পশুর। তার মধ্যে গরুও রয়েছে। প্রধানমন্ত্রী প্লাস্টিক বন্ধে কঠোর হলেও যে আদতে ছবিটা বদলায়নি এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। স্বাধীনতা দিবসের ভাষণেও প্লাস্টিক বন্ধের জন্য দেশবাসীর উদ্দেশে আর্জি জানিয়েছেন তিনি। দিন কয়েক আগেও ভারতে চিনা প্রসিডেন্টের সফরের সময় খোদ প্রধানমন্ত্রীকে দেখা যায় সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক কুড়িয়ে তা বস্তাবন্দি করছেন। তবে তিনিও গাঁধী জয়ন্তীতে বক্তব্য রাখার সময় স্বীকার করে নিয়েছেন, দেশে সর্বত্র প্লাস্টিক নিষিদ্ধকরণকে সামগ্রিকভাবে কার্যকর করা যায়নি।























