আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের পাঠ্যবইয়ে করোনাভাইরাস!
এবার রাজ্যের পাঠ্যবইয়ের পৃষ্ঠায় করোনাভাইরাস! প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে করোনাকে অর্ন্তভুক্ত করার ভাবনা সিলেবাস কমিটির।
কলকাতা: এবার রাজ্যের পাঠ্যবইয়ের পৃষ্ঠায় করোনাভাইরাস! প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে করোনাকে অর্ন্তভুক্ত করার ভাবনা সিলেবাস কমিটির।
আগামী শিক্ষাবর্ষ থেকে করোনাকে পাঠ্যবইয়ের অংশ হিসাবে প্রকাশ করার সিদ্ধান্ত রাজ্যের সিলেবাস কমিটি। তবে ঠিক কীভাবে এই পাঠক্রম তৈরি হবে, তা নিয়ে আলোচনা চলছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, করোনা রাজ্যের স্কুলপাঠ্যের অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি , মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, প্রত্যের শ্রেণির পাঠ্যবইয়ের শেষে থাকতে পারে করোনা সম্বন্ধে কিছু তথ্য। করোনার উপসর্গ থেকে শুরু করে তার উপসর্গ ও কী কী করণীয় ইত্যাদি তথ্য থাকবে সেখানে। থাকতে পারে কবে এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল ও তার বিবর্তনের তথ্যও। আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে ঢুকে পড়তে পারে করোনা। তবে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পাঠের উপযোগী করেই বইয়ের অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টি।