এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'অপহরণকারী'কে ধরতে ট্রেন না থেমেই ছুটল প্রায় ২৫০ কিমি, তারপরের ঘটনায় তাজ্জব পুলিশ
টানটান উত্তেজনা। ঠিক যেন সিনেমা। পুলিশের কাছে খবর, ভোপালেই মিলবে অপহরণকারীর সন্ধান। গন্তব্যে পৌঁছে যা দেখা গেল, তাতে আরও তাজ্জব পুলিশ।
!['অপহরণকারী'কে ধরতে ট্রেন না থেমেই ছুটল প্রায় ২৫০ কিমি, তারপরের ঘটনায় তাজ্জব পুলিশ Train runs non-stop for more than 200 kms to rescue kidnapped girl, abductor found to be her father 'অপহরণকারী'কে ধরতে ট্রেন না থেমেই ছুটল প্রায় ২৫০ কিমি, তারপরের ঘটনায় তাজ্জব পুলিশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/07004437/web-train-stopped-still-060720-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ললিতপুর: 'অপহৃত' ৩ বছরের মেয়ে। অপহরণকারীকে পাকড়াও করতে টানা ২০০ কিলোমিটার ছুটল ট্রেন। কোনও স্টেশনে না দাঁড়িয়েই। ট্রেনের মধ্যে পুলিশ। টানটান উত্তেজনা। ঠিক যেন সিনেমা। পুলিশের কাছে খবর, ভোপালেই মিলবে অপহরণকারীর সন্ধান। গন্তব্যে পৌঁছে যা দেখা গেল, তাতে আরও তাজ্জব পুলিশ। 'অপহরণকারী' ধরা পড়ল। কিন্তু সে তো মেয়েটিরই বাবা!
আগাগোড়া নাকি বিষয়টি জানতেন মেয়েটির মা। সূত্রের খবর, ওই মেয়েটির বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। তারপরই ৩ বছরের মেয়েকে নিয়ে সোমবার বাড়ি ছাড়েন বাবা। তখন রাত ৩টে। ললিতপুর স্টেশনের কাছেই তাদের বাড়ি। এরপরই বাচ্চাটির মা আরপিএফ জওয়ানদের বিষয়টি জানান। বলেন তাঁর মেয়েকে কেউ অপহরণ করেছে এবং ট্রেনে চড়েই পালিয়েছে অপহরণকারী। কিন্তু তিনি একবারও বলেননি, তাঁর স্বামীই সন্তানকে সঙ্গে নিয়ে গেছেন। জানান, ললিতপুরের এসপি ক্যাপ্টেন এমএম বেগ। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, এক ব্যক্তি বাচ্চাটিকে নিয়ে রাপ্তিনগর সুপারফাস্ট এক্সপ্রেসে উঠেছে। ভোপালের দিকে সবেই রওনা দিয়েছে। এরপরই রেল পুলিশ বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করে। সিদ্ধান্ত নেয়, এক্সপ্রেস ট্রেনটিকে কোথাও না থামিয়ে যত দ্রুত সম্ভব ভোপালে পৌঁছন হবে।ঝাঁসিতে না থামিয়ে ট্রেনটি ২৪১ কিলোমিটার পার করে ভোপালে গিয়ে থামে। সেখানে গিয়ে পুলিশ ও রেল পুলিশের যৌথ প্রচেষ্টায় জালে পড়ে ওই অভিযুক্ত ও উদ্ধার করা হয় বাচ্চাটিকে। তখনই জানান যায়, অভিযুক্ত অপহরণকারী আসলে বাচ্চাটির বাবা। তাকে ও 'অপহৃতা'কে ললিতপুরে ফিরিয়ে আনা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)