TMC Agartala Rally: ফের পদযাত্রায় মিলল না ত্রিপুরা পুলিশের অনুমতি, 'বিজেপির ভয় ভালো লাগছে', কটাক্ষ অভিষেকের
বিশ্বকর্মা পুজোর জন্য আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে এই আবেদন খারিজ করা হয়েছে। এ ব্যাপারে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কটাক্ষ, বিজেপির এই ভয় ভাল লাগছে।
কলকাতা: ১৬ তারিখও তৃণমূলের পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর কারণ দেখিয়ে তৃণমূলের আবেদন খারিজ। বিশ্বকর্মা পুজোর জন্য আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে এই আবেদন খারিজ করা হয়েছে। এ ব্যাপারে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কটাক্ষ, বিজেপির এই ভয় ভাল লাগছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, ‘চেষ্টা করুন কিন্তু আপনারা আমাকে আটকাতে পারবেন না। ত্রিপুরায় যাওয়া আটকাতে সর্বশক্তি প্রয়োগ করছে বিপ্লব দেবের সরকার। আপনাদের ভয়ই প্রমাণ করছে আপনাদের সরকারের দিন ফুরোচ্ছে। ভয়ে মরছে বিজেপি, সত্যি বলতে, এই ভয় আমাদের ভাল লাগছে।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল অভিষেকের। কিন্তু অন্য দলের কর্মসূচী ওই রুটে আগে থেকেই ছিল বলে জানিয়ে ওই পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। এরপর পদযাত্রার দিন পিছিয়ে বৃহস্পতিবার করেছিল তৃণমূল। কিন্তু ওই দিনেও পদযাত্রার অনুমতি দেওয়া হল না।
সবমিলিয়ে দিন বদলেও, মিলছে না পদযাত্রার কর্মসূচি।আর তা ঘিরেই ত্রিপুরায় ফের সম্মুখসমরে তৃণমূল-বিজেপি।বুধবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে তৃণমূল।কিন্তু, অনুমতি দেয়নি পুলিশ।এরপর বৃহস্পতিবার একই রুটে পদযাত্রার ঘোষণা করে তৃণমূল।এবার তার অনুমতিও দিল না ত্রিপুরা পুলিশ!
ত্রিপুরা পুলিশের তরফে, একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৭ তারিখ অর্থাত্ শুক্রবার বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে তা বড় করে উদযাপিত হয়। আইনশৃঙ্খলার কারণে, পুজোর আগের দিন, অর্থাত্, বৃহস্পতিবার তৃণমূলের কর্মসূচির আবেদনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।
তৃণমূলের দাবি, বিজেপি ভয় পেয়েছে। তাই এভাবে পুলিশকে দিয়ে অনুমতি দিতে অস্বীকার করাচ্ছে। অন্যদিকে, বিজেপির দাবি, ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। ভোট কাটাকাটির অঙ্কে সিপিএমকে সুবিধা করে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে একটি সর্বভারতীয় ইস্যু তৈরি করতে চায় তৃণমূল।
এখন দেখার, তৃণমূল পাল্টা কবে কর্মসূচির দিন ঠিক করে। আর সেই পদযাত্রায় ত্রিপুরা পুলিশের অনুমতি মেলে কিনা।