এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে মহিলার সৎকার নিয়ে বিতর্ক, করোনায় মৃতদের অন্ত্যেষ্টির বিষয়ে নির্দেশিকা তৈরি করছে কেন্দ্র
এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান সুধীর গুপ্ত জানিয়েছেন, করোনা ভাইরাসে মৃতদের পোড়ালে সংক্রমণের কোনও ভয় নেই। তবে কাউকে কবর দেওয়া হলে মাটির চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত।
নয়াদিল্লি: দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৬৮ বছর বয়সি এক মহিলার দেহ সৎকার নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে কীভাবে অন্ত্যেষ্টি করা হবে, সে বিষয়ে নির্দেশিকার তৈরির কাজ শুরু করল স্বাস্থ্যমন্ত্রক। চিকিৎসকরা আগেই জানিয়েছেন, মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ায় না। কিন্তু তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে নারাজ সরকার। ভুল ধারণা দূর করা এবং সচেতনতা তৈরির লক্ষ্যে নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক।
এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ শ্বাসকষ্টজনিত রোগ। মৃতদেহ স্পর্শ করার মাধ্যমে সংক্রমণ ছড়ায় না। ইবোলা বা নিপার ক্ষেত্রে যেমন মৃতদেহের সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, করোনার ক্ষেত্রে সেই ঝুঁকি নেই। সাধারণ মানুষের মধ্যে যাতে ভুল ধারণা না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই নির্দেশিকা তৈরি করা হচ্ছে।’
এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান সুধীর গুপ্ত জানিয়েছেন, করোনা ভাইরাসে মৃতদের পোড়ালে সংক্রমণের কোনও ভয় নেই। তবে কাউকে কবর দেওয়া হলে মাটির চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement