সিএএ: আজও উত্তাল হতে পারে সংসদ, মুলতুবি প্রস্তাব পেশ কংগ্রেসের, সর্বদল বৈঠকের ডাক স্পিকারের
গতকাল সিএএ নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। ২ বিজেপি সাংসদকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে ৪ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে।
নয়াদিল্লি: সিএএ নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। অশান্তি এড়াতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন লোকসভা অধ্যক্ষ ওম বিরলা। এদিকে, দিল্লি-কাণ্ড নিয়ে লোকসভা মুলতুবি প্রস্তাব পেশ করেছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ ও মণিকা ঠাকুর। একইভাবে, রাজ্যসভাতেও মুলতুবি প্রস্তাব পেশ করেছেন গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মা। একই প্রস্তাব পেশ করেছে সিপিএমও। গতকাল সিএএ নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। ২ বিজেপি সাংসদকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে ৪ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে গৌরব গগৈ, হিবি এডেন-সহ কংগ্রেসের ৪ সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব আনতে চেয়ে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনুমতি চাইবে বিজেপি। বিজেপির দাবি, কংগ্রেসের ৪ প্রতিনিধি সংসদের ২৭৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে দলীয় সাংসদের হেনস্থার অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। অন্য দিকে, দিল্লি-হিংসা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস কংগ্রেস-বামেদের। এনিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা। অবস্থা সামাল দিতে অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।