এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের চিত্রকূটে হাড়হিম করা ঘটনা, বিয়ের অনুষ্ঠানে নাচ বন্ধ করায় তরুণীর মুখে গুলি
উত্তরপ্রদেশের চিত্রকূটের এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এল। হায়দরাবাদ, উন্নাও সহ বিভিন্ন জায়গায় নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ে যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, সেই সময়ই চিত্রকূটের এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মঞ্চে সহ শিল্পীদের সঙ্গে নৃত্য পরিবেশনের সময় গুলিবিদ্ধ হলেন এক নর্তকী।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের চিত্রকূটের এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এল। হায়দরাবাদ, উন্নাও সহ বিভিন্ন জায়গায় নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ে যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, সেই সময়ই চিত্রকূটের এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মঞ্চে সহ শিল্পীদের সঙ্গে নৃত্য পরিবেশনের সময় গুলিবিদ্ধ হলেন এক তরুণী।
এই ঘটনা ধরা পড়েছে ভিডিওতে। ভিডিওতে ওই নর্তকী তাঁর নাচ থামিয়ে দেওয়ার পর এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘গোলি চল জায়েগা’ (গুলি চলে যাবে)। গলা শুনেই স্পষ্ট ওই ব্যক্তি মত্ত অবস্থায় রয়েছে। এরপর আর একজনকে বলতে শোনা যায়, সুধীর ভাইয়া, ‘আপ গোলি চলা হি দিজিয়ে’ ( সুধীর ভাইয়া, গুলি চালিয়েই দাও)।
এরপর আচমকাই গুলির শব্দ পাওয়া যায়। উপস্থিত সবাইকে স্তম্ভিত করে গুলি লাগে ওই মহিলার মুখে। গরুতর জখম অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিত্সাধীন।
এই মারাত্মক ঘটনা ঘটেছে ১ ডিসেম্বর। টিকরা গ্রামের গ্রাম প্রধান সুধীর সিংহ পটেলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় এই ঘটনা ঘটে। বরের দুই মামা মিথিলেশ ও অখিলেশ মঞ্চে ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁরাও জখম হয়েছেন গুলি চালানোর ঘটনায়। গ্রাম প্রধানের পরিবারের এক সদস্য ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে।
গত রবিবার বরের কাকা রাম প্রতাপ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
পুলিশের পদস্থ আধিকারিক অঙ্কিত মিত্তাল বলেছেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীর উপযুক্ত বিচারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।
জখম মহিলা ২২ বছরের হিনা এখন কানপুরের হাসপাতালে চিকিত্সাধীন।
সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন হিনার সহশিল্পী নয়না। তিনিও বিয়ের অনুষ্ঠানে হিনার সঙ্গে নৃত্য পরিবেশন করছিলেন। তিনি বলেছেন, আমরা যখন নাচছিলাম তখন হঠাত্ মিউজিক বন্ধ হয়ে যায়। ওই লোকটা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমার পাশেই ও দাঁড়িয়েছিল। ওর চোয়ালে গুলি লাগে। গুরুতর জখম হয় সে।
উল্লেখ্য, ২০১৬-তে পঞ্জাবের ভাতিন্ডায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। বিয়ের উচ্ছ্বাস উদযাপনে গুলি চালনায় মৃত্যু হয়েছিল ২৫ বছরের এক অন্তঃসত্ত্বা নর্তকী। মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তাঁর পেটে গুলি লাগে। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement