এক্সপ্লোর
Advertisement
ভুল করে সলমনের ভারত ছবি প্রমোট করে ফেললেন বিবেক ওবেরয়, পরে দিলেন মুছে
ভারত হ্যাশট্যাগ ব্যবহার করার সঙ্গে সঙ্গে তাতে ভেসে উঠেছে সলমন খানের ভারত ছবির ইমোজি। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বিবেক শেষমেষ তাঁর এক সময়ের চরম প্রতিদ্বন্দ্বীর ছবি প্রমোট করে বসেছেন!
মুম্বই: ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়। পিএম নরেন্দ্র মোদি ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্র করা বিবেক অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি। প্রধানমন্ত্রীর একটি ছবি টুইট করেন তিনি, তাতে ব্যবহার করেন ভারত শব্দটি।
আর সেখানেই গন্ডগোল। ভারত হ্যাশট্যাগ ব্যবহার করার সঙ্গে সঙ্গে তাতে ভেসে উঠেছে সলমন খানের ভারত ছবির ইমোজি। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বিবেক শেষমেষ তাঁর এক সময়ের চরম প্রতিদ্বন্দ্বীর ছবি প্রমোট করে বসেছেন!
দেখুন বিবেকের সেই টুইট
ভুল বুঝতে পেরে বিবেক টুইটটি ডিলিট করে দেন। আবার নতুন করে করেন টুইট। তবে এবার আর ভারতের আগে হ্যাশট্যাগ দেননি।
Honoured to be invited again to the swearing in ceremony. I’m watching @narendramodi bhai taking his oath for the 3rd time on his journey from CM Gujarat to PM of Bharat once again! Feeling like a small part of an incredible history ???????? #ModiSarkar2 #NamoAgain #ModiSwearingIn pic.twitter.com/jzk1jV6lVn
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 30, 2019
সোশ্যাল মিডিয়ায় এভাবে বিতর্কে বিবেক আগেও জড়িয়েছেন। কিছুদিন আগে সলমন খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর নিজের নাম ব্যবহার করে একটি মিম শেয়ার করেন তিনি। তা নিয়ে তীব্র জলঘোলা হয়। শেষমেষ সেটিও ডিলিট করে দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement