Bengal Corona 2nd Wave LIVE: বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে!
Get Latest West Bengal Coronavirus Live Updates: পান্ডুয়ায় করোনা আক্রান্তের জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ।
LIVE
Background
বৃহস্পতিবার সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫৭। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫। আজকের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১২,০৯,৯৫৮ জন। পাশাপাশি সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১১, ৯০,৮৬৭ জন।
বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১০,৬৪,৫৫৩ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ।
বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যাটা ছিল ১৯,০০৬ জন। ওই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছিল ১৫৭ জনের। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। ওই ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছিলেন, ১৯,১৫১ জন। তবে শেষ কয়েকদিনের পরিসংখ্যান বলছে রাজ্যে সংক্রমণের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।
West Bengal Corona LIVE: ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না ভ্যাকসিন
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ! বদলে ফিরতে হল টোকেন নিয়ে। চূড়ান্ত হয়রানি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ভ্যাকসিন এলেই ফোন করে দেওয়া হবে, জানাল ব্লক স্বাস্থ্য দফতর।
WB Corona LIVE: করোনায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশন
করোনা পরিস্থিতিতে আর্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশন। এই সময় যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের হাতে আজ বেলুড় মঠ চ্যারিটেবল ডিসপেনসরি থেকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি চলবে ৭ থেকে ১০ দিন। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন মানুষের হাতে তুলে দেওয়া হবে খাদ্যসামগ্রী।
West Bengal Corona LIVE: ১২ ঘণ্টা বাড়িতেই পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃতদেহ
ফের মৃতদেহ সৎকার ঘিরে জটিলতা। বালুরঘাটে ১২ ঘণ্টা বাড়িতেই পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃতদেহ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্যোগে মৃতদেহ উদ্ধার।
WB Corona LIVE: বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে!
বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে! পান্ডুয়ায় করোনা আক্রান্তের জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ। অ্যাম্বুল্যান্স না পেয়ে বাইকেই গামছা দিয়ে বেঁধে হাসপাতালে ছেলে। ‘চিকিৎসকরা বলার পরে মিলবে অ্যাম্বুল্যান্স, ফোনে মেলে এমনই জবাব’, মাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ ছেলের। এব্যাপারে এখনও পর্যন্ত প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal Corona LIVE: ব্যাঙ্ককর্মীদের করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণ
ব্যাঙ্ককর্মীদের করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণ। কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিত ব্যাঙ্ককর্মীদের টিকাকরণ। রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক ও অফিসার্স সংগঠনগুলি। সেই আবেদন সাড়া দিল রাজ্য।