WB Corona LIVE: রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।
LIVE
Background
কড়া করোনা বিধির মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৬৪ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৪২২ জন। আশার আলো গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২,৪৮,৬৬৮। ২৩ মে-তে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস ১,৩০,৩২৫।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। এই সময় পর্বে ১৮,৪২২ জন আক্রান্ত হলেও কোভিড মুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন। এ নিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১১,২২,২০১ জন। বুলেটিনের হিসেবে, আজ রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ।
তবে এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭৭১ জন। এখানে ওই সময়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। অন্যদিকে কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩০৫৬ জন। এখানে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।
করোনায় মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে আগেই। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারিয়ে ছিলেন ১৫৪ জন। গতকাল রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৮,৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ২০২ জন।
WB Corona LIVE: হুগলির করোনা চিত্র
হুগলিতে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১ হাজার ১৬৯ জন। মৃত ৭ জন।
West Bengal Corona LIVE: হাওড়ার করোনা চিত্র
গত একদিনে হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
WB Corona LIVE: করোনা চিন্তা বাড়াচ্ছে কলকাতা
গত একদিনে কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত ৩ হাজার ১২১ জন। মৃত ৩৫ জন।
West Bengal Corona LIVE: চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা
গত কয়েকদিনের ধারার মতোই সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমিতের থেকে করোনামুক্তের সংখ্যা বাড়ায় ১ হাজার ৯৪০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজর ৫৮৫ জন। ডিসচার্জ রেট ৮৮. ৮৬ শতাংশ।