Kolkata Winter Update : শীত শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা, এক ঝলকে দেখে নিন কোন জেলায় তাপমাত্রা কত নামল
Winter Update : দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
কলকাতা : আজও ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের (Winter )আগমনী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ (Winter Update) এমনই থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর (Alipur Met Office)সূত্রে খবর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। কয়েকটি জেলায় পারদ নেমেছে ১২ ডিগ্রির নিচে। গতকালই ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামে। মঙ্গলবার কলকাতার পারদ নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
মরসুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,
আরও পড়ুন :
বাঘ এখনও অধরা, বনবস্তির বাসিন্দাদের অন্যত্র সরানোর চিন্তা-ভাবনা
- দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
- উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
- কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস
- শিলিগুড়ি ১০.২
- কোচবিহার ১০.৪
- জলপাইগুড়ি ১১.৫
দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই।
- পুরুলিয়া ১১.৭
- শ্রীনিকেতন ১১.৮
- পানাগড় ১২.৩
- আসানসোল ১৩.৩
- কৃষ্ণনগর ১৩.৪
- মেদিনীপুর ১৩.৫
- বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। শীত, শহরের ক্ষণিকের অতিথি ৷ হাত পেতে নিয়ে চেটেপুটে তাই, কয়েকটা দিন শীত মেখে যাওয়া। আর শীত মানেই বছর শেষের ছুটিতে বেড়িয়ে পড়া। তবে তার আগে জেনে রাখা ভাল কোন জেলার কেমন তাপমাত্রা। তাহলে সেই বুঝে গরম জামাকাপড় নিয়ে বের হওয়া যায় আরকী ।