এক্সপ্লোর
কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ইয়েদুরাপ্পার
চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএস ইয়েদুরাপ্পা। রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ভাজুভাই ভালা। একাই শপথ নিলেন ৭৬ বছরের ইয়েদুরাপ্পা।

বেঙ্গালুরু: চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএস ইয়েদুরাপ্পা। রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ভাজুভাই ভালা। একাই শপথ নিলেন ৭৬ বছরের ইয়েদুরাপ্পা। এর আগে বিধানসভায় আস্থা ভোটে হেরে যায় এইচডি কুমারস্বামীর নেতৃ্ত্বাধীন কংগ্রেস-জেডি(এস) জোট সরকার। এর তিনদিন পর রাজ্যে ক্ষমতায় এল ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ শুক্রবার ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। একইসঙ্গে আজই শপথের আয়োজন করার অনুরোধও করেন তিনি। এরপর ভালা ইয়েদুরপ্পাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। শপথ গ্রহণের আগে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, মন্ত্রিসভায় সদস্য গ্রহণের বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এই নিয়ে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ইয়েদুরাপ্পা। এর আগে গত বছরের মে মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় মাত্র তিনদিনের মধ্যে ইস্তফা দিয়েছিলেন তিনি। ২৯ জুলাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















