Abhishek Chatterjee: 'তোমার আশীর্বাদ খুব জরুরি ছিল বাবা', অভিষেকের ছবি জড়িয়ে আফশোস মেয়ে ডলের
সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রোফাইল ব্যবহার করে আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সংযুক্তা। মেয়ে 'ডল'-এর বয়ানে তিনি লিখে দিয়েছেন কয়েকটা লাইনও। সেখানে লেখা আছে, 'প্রিয় বাবা, সপ্তম শ্রেণীতে আজ আমার প্রথম দিন। উপস্থিতি আর আশীর্বাদ আজ খুব জরুরী ছিল। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে রয়েছো। তোমার ভালোবাসার, ডল।'
কলকাতা: করোনা পরিস্থিতি পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষের জীবন। মাস্ক, স্যানিটাইজারের সাবধানতা মেনেই স্কুলের পথে পাড়ি দিয়েছে কচিকাঁচারা। সপ্তম শ্রেণীতে পা দিয়েছে সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) একমাত্র মেয়ে ডল। স্কুলে যাওয়ার সময়, স্কুলের পোশাক পড়ে বাবার ছবি আঁকড়ে ধরেছে সে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন স্ত্রী সংযুক্তা। আবেগপ্রবণ লেখা ঝড়ে পড়েছে তাঁর কলমে।
বাবার ছবির সামনে ডল
সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রোফাইল ব্যবহার করে আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সংযুক্তা। মেয়ে 'ডল'-এর বয়ানে তিনি লিখে দিয়েছেন কয়েকটা লাইনও। সেখানে লেখা আছে, 'প্রিয় বাবা, সপ্তম শ্রেণীতে আজ আমার প্রথম দিন। উপস্থিতি আর আশীর্বাদ আজ খুব জরুরী ছিল। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে রয়েছো। তোমার ভালোবাসার, ডল।'
এরপরে নিজের তরফ থেকে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন সংযুক্তা। তিনি বলেছেন, 'আমাদের ডল আজ থেকে সপ্তম শ্রেণীতে ক্লাস শুরু করল। সবাই তাঁকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। সংযুক্তা।'
আরও পড়ুন: বর্তমান সঙ্গীদের নিয়ে একসঙ্গে পার্টি করছেন হৃত্বিক-সুজান, ছবি ভাইরাল ঝড়ের গতিতে
বাংলা ছবি ও অভিষেক
গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। বাংলা সিনেমা যখন তলানিতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবির হাল ধরেছিলেন অভিষেক। অভিনয় করেছেন একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে।
গুজবের বিরুদ্ধে
অভিষেকের পরিবারের আর্থিক অবস্থা নিয়ে গুজবের প্রতিবাদ করেছিলেন স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সংযুক্তা লিখেছিলেন, 'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। অভিষেক তাঁর পরিবারকে আর্থিকভাবে সক্ষম ও সুরক্ষিত অবস্থাতেই রেখে গিয়েছেন। ওঁর পরিবারই ওর জন্য সব ছিল। ওর চলে যাওয়ার পরেও যাতে আমাদের কোনওরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই ব্যবস্থাও করে গিয়েছেন উনি।'