এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রয়াত বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান
সরোজের বয়স হয়েছিল ৭২। গত মাসের ১৭ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি।
মুম্বই: বলিউডে কি গ্রহণ লেগেছে?
ইরফান খান, ঋষি কপূর, সুশান্ত সিংহ রাজপুতের পর এবার মারা গেলেন নামী কোরিওগ্রাফার সরোজ খান। গতকাল গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
সরোজের বয়স হয়েছিল ৭২। গত মাসের ২০ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। কাল রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাঁর করোনা পরীক্ষা হয়, ফল এসেছিল নেগেটিভ।
Choreographer Saroj Khan passes away at the age of 71, in Mumbai. She was admitted to hospital on June 20 after she complained of breathing issues. pic.twitter.com/yxypJddLh7
— ANI (@ANI) July 3, 2020
সরোজের স্বামী, ছেলে হামিদ খান ও দুই মেয়ে রয়েছেন। ২০০টির বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। তেজাব-এর এক দো তিন, বেটা-র ধক ধক করনে লগা, স্যায়লাব-এর হামকো আজকাল হ্যায় ইন্তেজার, মিস্টার ইন্ডিয়া-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, চাঁদনি-র ও মেরি চাঁদনি থেকে জব উই মেট-এর ইয়ে ইশক হায়ে-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। নিজের প্রতিভার গুণেই সিনে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সরোজ খান। বহু রিয়্যালিটি শোয়ের বিচারকও ছিলেন। সূত্রের খবর, মালাডে আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
সরোজের পরিবার থেকে বারবার দাবি করা হয়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু আচমকা গতকাল রাত ১টা ৫২ মিনিট নাগাদ তাঁর অবস্থার অবনতি হয়, তারপর কার্ডিয়াক অ্যারেস্ট।
সরোজের জন্ম হয় ২২ নভেম্বর, ১৯৪৮-এ, তাঁর প্রকৃত নাম নির্মলা নাগপাল। ৩ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পা রাখেন বলিউডে। ৫০-এর দশকে বেশ কিছু বলিউডি ছবিকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন। পরে প্রশিক্ষণ নেন কোরিওগ্রাফার বি সোহনলালের কাছে, গীতা মেরা নাম ছবি দিয়ে শুরু হয় তাঁর কোরিওগ্রাফারের বর্ণাঢ্য কেরিয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement