Monkey Pox: দিল্লিতে ফের মাঙ্কিপক্স, নাইজেরিয়া-ফেরত তরুণীর দেহে মিলল সংক্রমণ
Monkey Pox In Delhi: ফের মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ দিল্লিতে। প্রশাসন জানিয়েছে, আফ্রিকার বাসিন্দা ২২ বছরের যে তরুণীর দেহে মাঙ্কিপক্সের হদিস মিলেছে তিনি নাইজেরিয়া গিয়েছিলেন।
নয়াদিল্লি: ফের মাঙ্কিপক্সে (Monkey Pox) আক্রান্তের (Infection) খোঁজ দিল্লিতে (delhi)। এই নিয়ে পঞ্চম (5th) সংক্রমিতের খোঁজ মিলল রাজধানী শহরে। প্রশাসন জানিয়েছে, আফ্রিকার (african) বাসিন্দা ২২ বছরের যে তরুণীর দেহে মাঙ্কিপক্সের হদিস মিলেছে তিনি নাইজেরিয়া (nigeria) গিয়েছিলেন। এর আগে ৩১ বছরের এক নাইজেরিয় যুবতীর দেহে মাঙ্কিপক্সের খোঁজ মেলে। রাজধানীতে এই রোগে সংক্রমিত প্রথম মহিলা ছিলেন তিনিই। এবার খোঁজ মিলল দ্বিতীয় মহিলার। মোট আক্রান্ত পাঁচ।
কী জানা গেল?
লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, গত শুক্রবার ওই তরুণীর দেহে সংক্রমণের হদিস মেলে। হাসপাতালেই অবর্জাভেশনে রাখা হয়েছে তাঁকে। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, 'এই মুহূর্তে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। এক জনকে ছাড়া হয়েছে। নতুন যাঁর দেহে সংক্রমণ মিলেছে, তাঁর চিকিৎসা করছে ডাক্তারদের একটি টিম।' প্রসঙ্গত, গত ২৪ জুলাই দিল্লিতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরই দেশজুড়ে ওই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। বিশেষত আন্তর্জাতিক সফরকারীদের অসুস্থ কোনও ব্যক্তি, জীবিত বা মৃত কোনও বন্যপ্রাণীর সংস্পর্শে আসতে বারণ করা হয়।
প্রথম মৃত্যু....
গত ১ আগস্ট দেশে প্রথম মাঙ্কিপক্স সংক্রমণে মৃত্য়ুর জল্পনা উস্কে দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কয়েক দিন আগে ত্রিশূরে যে তরুণের মৃত্যু হয়েছিল তাঁর নমুনায় মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে বলে জানিয়েছিলেন বীণা। তার পর থেকে তীব্র আলোড়ন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই। মাঙ্কিপক্সের সংক্রমণেই কি প্রাণ হারিয়েছেন তরুণ নাকি মৃত্যুর অন্য কোনও কারণ ছিল? তুঙ্গে ওঠে জল্পনা। তরুণের মৃত্যু নিয়ে সরকারের তরফে উচ্চপর্যায়ের এনকোয়ারি হবে,জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ত্রিশূর জেলার পায়নুর এলাকার ওই বাসিন্দা। তার দিনচারেক পর, গত ২৬ জুলাই হঠাতই জ্বর আসে তাঁর। ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হয়েছিল তরুণের। ফলে পর দিন অর্থাৎ ২৮ জুলাই তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়। দুদিন পরেই মারা যান তিনি। বীণার দাবি, সে দিনই তরুণের আত্মীয়রা প্রশাসনকে জানান সংযুক্ত আরব আমিরশাহিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সংক্রান্ত রিপোর্ট-ও তুলে দেওয়া হয়। যদিও কেরলের স্বাস্থ্যমন্ত্রীর প্রথমে জানিয়েছিলেন, ওই তরুণের এনসেফ্যালাইটিস-র উপসর্গ রয়েছে। তবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র রিপোর্ট বলছে, মাঙ্কিপক্স সংক্রমণের প্রমাণ মিলেছে। প্রসঙ্গত, দেশে প্রথম মাঙ্কিপক্স সংক্রমণের হদিস মিলেছিল দক্ষিণ ভারতের এই রাজ্যেই। তার পর রাজধানীতেও সংক্রমণের খোঁজ মেলে।
আরও পড়ুন:থিকথিকে কালো ধোঁয়া, অগ্নিকাণ্ড মাটিগাড়ার রঙের গুদামে