Air India Flight : ফের অঘটন ? জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার !
Air India Flight 2939 Emergency Landing : কেন জরুরি অবতরণ করানো হল আহমেহবাদগামী এয়ার ইন্ডিয়াকে ? কী অবস্থায় যাত্রীরা ?

নয়াদিল্লি: ফের অঘটনের সম্মুখীন এয়ার ইন্ডিয়া। ধোঁয়া দেখা গিয়েছে বলে দাবি জানিয়ে, জরুরি অবতরণ করানো হল আহমেহবাদগামী এয়ার ইন্ডিয়াকে। যদিও পরে পরীক্ষা নিরীক্ষার পর তা মিথ্যে বলে গণ্য হয় বলে এএনআই সূত্রে খবর।

আরও পড়ুন, 'নো রেকর্ডস্ ফাউন্ড..'! SIR আবহে বিস্ফোরক অভিযোগ BLO-দের, 'কাজ করছে না অ্যাপ' ?
কেন জরুরি অবতরণ করানো হল আহমেহবাদগামী এয়ার ইন্ডিয়াকে ? কী অবস্থায় যাত্রীরা ?
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দিল্লি থেকে আহমেহবাদগামী এয়ার ইন্ডিয়ার AI 2939 বিমানটি কার্গো হোল্ডে আচমকাই 'ধোঁয়া দেখতে পাওয়া যায়' ! এরপর আর কোনওরকম ঝুঁকি না নিয়েই রাত ১০ টা ২০ নাগাদ দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এয়ার ইন্ডিয়ার এক অফিসার জানিয়েছেন, যাত্রী ও এবং ক্রু মেম্বারদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এবং যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও পরে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর, ধোঁয়া লাগার ঘটনা মিথ্যে (False) বলে প্রমাণিত হয়।
অতীতে একাধিকবার ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখী হয়েছে ভারত
অতীতে একাধিকবার ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখী হয়েছে ভারত। চলতি বছরেই টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই গুজরাতের আমদাবাদে জনবসতিতে ভেঙে পড়েছিল যাত্রীবাহী বিমান ! ভারতের দিকে ফিরে তাঁকালে ভুরিভুরি বিমান দুর্ঘটনার কথা উঠে আসে। তবে একটু ভাল করে খেয়াল করলে দেখা যায়, অধিক সংখ্যক বিমান দুর্ঘটনাই নামার সময়গুলিতে হয়েছে। কখনও আবার গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রাপথেই ভেঙে পড়েছে বিশালাকার উড়ান। বিমানে আগুন ধরে গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতায় থাকার দরুণ, বাতাসের সঙ্গে প্রবল ঘর্ষণের ফলে প্রবল বিস্ফোরণ হয়েছে।
কখনও অনুঘটকের কাজ করে দাহ্য বস্তুগুলি ! দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি-সহ নানাবিধ কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান
কখনও অনুঘটকের কাজ করে দাহ্য বস্তুগুলি ! দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি-সহ নানাবিধ কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান।কখনও আবার বিমানবন্দরেও বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধারকারী দল গিয়েও শেষ রক্ষা হয়নি। কখনও আবার বিমানবন্দরেও বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। তারপর শুধুই মৃত্যু মিছিল। ১৯৫৩ থেকে ২০২০ সালের গোড়া অবধি যদি ফিরে তাঁকালে, গোটা দেশে ১৪ টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
An Air India Official says, "The crew operating flight AI2939 from Delhi to Ahmedabad on 27 November decided to return to Delhi shortly after take-off due to a smoke indication in the cargo hold area, which was later found to be false after the aircraft underwent thorough…
— ANI (@ANI) November 27, 2025






















