এক্সপ্লোর
সিনেমা, সিরিয়ালের সঙ্গে যুক্ত দিনমজুরদের সাহায্যে অক্ষয় দান করলেন ৪৫ লাখ টাকা
করোনা লকডাউনের জেরে বন্ধ রয়েছে ছবি ও সিরিয়ালের কাজ। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেই সব দিন আনি দিন খাই মানুষরা যাঁরা কাজ পিছু উপার্জন করেন।
![সিনেমা, সিরিয়ালের সঙ্গে যুক্ত দিনমজুরদের সাহায্যে অক্ষয় দান করলেন ৪৫ লাখ টাকা Akshay Kumar Donates Rs 45 Lakh to CINTAA to Help Daily Wagers সিনেমা, সিরিয়ালের সঙ্গে যুক্ত দিনমজুরদের সাহায্যে অক্ষয় দান করলেন ৪৫ লাখ টাকা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/28201117/akshay-kumar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার। এবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা সিনটা-র সঙ্গে যুক্ত দিনমজুরদের সাহায্যে তিনি দান করলেন ৪৫ লাখ টাকা।
করোনা লকডাউনের জেরে বন্ধ রয়েছে ছবি ও সিরিয়ালের কাজ। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেই সব দিন আনি দিন খাই মানুষরা যাঁরা কাজ পিছু উপার্জন করেন। এঁদের প্রতি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়। সিনটা-র যুগ্ম সচিব অমিত বেহল বলেছেন, এই সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁরা অক্ষয়ের কাছে কৃতজ্ঞ। তাঁদের এক্সিকিউটিভ কমিটির সদস্য আয়ুব খান এ ব্যাপারে উদ্যোগ নেন। সাহায্যের জন্য তিনি যান জাভেদ জাফরির কাছে। জাভেদ আবার যোগাযোগ করেন সাজিদ নাদিয়াদওয়ালা ও অক্ষয় কুমারের সঙ্গে। অক্ষয় ও সাজিদ দুজনেই ১৫০০ দিনমজুরের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দিয়েছেন। ভবিষ্যতেও সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
এর আগে অক্ষয় মুম্বই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি টাকা দান করেন, করোনা সঙ্কট রুখতে প্রাণ হারানো ২ হেড কনস্টেবলকে শ্রদ্ধা জানান তিনি। এছাড়া তিনি ৩ কোটি টাকা দেন বৃহন্মুম্বই পুরসভার তহবিলে, যাতে তারা পিপিই, মাস্ক ও র্যাপিড টেস্টিং কিট কিনতে পারে। পিএম-কেয়ার্স ফান্ডে দিয়েছেন ২৫ কোটি টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)