বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, মালদায় কাটমানি তীরে বিদ্ধ বিজেপি
মালদার চাঁচোলে, কাটমানি নিয়ে, বেআইনিভাবে আড়াই কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, কোনও বিজ্ঞপ্তি ছাড়াই, টাকার বিনিময়ে, আড়াই কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছেন চাঁচোল দু'নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান।
করুণাময় সিংহ, মালদা: কাটমানি নিয়ে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান পুষ্পা ওঁরাওয়ের বিরুদ্ধে চাঁচোলে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।
তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি। এবার কাটমানি অভিযোগে বিদ্ধ গেরুয়া শিবির। শুধু তাই নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়েছিলেন, ‘‘কাটমানিকে কাট করে দিন ৷ বাজেটে বাংলার জন্য অনেক কিছু বরাদ্দ করা হয়েছে। বাজেটে তো প্রচুর টাকা দিয়েছে। সব টাকা তখনই কাজে লাগবে, যখন মমতা যাবে৷’’
মালদার চাঁচোলে, কাটমানি নিয়ে, বেআইনিভাবে আড়াই কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, কোনও বিজ্ঞপ্তি ছাড়াই, টাকার বিনিময়ে, আড়াই কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছেন চাঁচোল দু'নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীদের একাংশ।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান পুষ্পা ওঁরাও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। মালদার বিজেপি সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল পাশে দাঁড়াবে না বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের।
গত মাসে, মালদার মানিকচক ব্লকের নাজিরপুরে, বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ ও সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা। একমাসও কাটল না। এবার চাঁচোলে বিজেপির বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ।