Delhi: দিল্লি ক্যান্টনমেন্টের পর ময়ূর বিহার, ফের রাজধানীতে যৌন নিগ্রহের অভিযোগ
অভিযোগ, গতকাল পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায় ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহ করে প্রতিবেশী।
নয়াদিল্লি: দিল্লি ক্যান্টনমেন্টের পর ময়ূর বিহার। ৯ বছরের বালিকাকে যৌন নিগ্রহ ও খুনের অভিযোগের রেশ কাটার আগেই এবার রাজধানীতে ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশের বিরুদ্ধে মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছে শিশুর পরিবার। অভিযোগ, গতকাল পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায় ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহ করে প্রতিবেশী। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
জানা গিয়েছে, গতকাল বুধবার সকালে অভিযোগ দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, পরে মেডিক্যাল রিপোর্ট আসার পর দেখা যায় যৌন নিগ্রহ করা হয়েছে ওই শিশুকে। ময়ূর বিহার থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। আশঙ্কাজনক অবস্থায় গতকালই ওই শিশুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে দিল্লি এইমসের শিশুরোগ বিভাগে ভর্তি করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্ষমতাসীন আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দেগেছেন দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি। আপের তরফে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য পাল্টা দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করা হয়েছে। এর আগে ১ অগাস্ট দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় ৯ বছরের বালিকাকে যৌন নিগ্রহ ও খুনের অভিযোগ ওঠে।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চলতি মাসেই উত্তাল হয়ে ওঠে দিল্লি। ওল্ড নাঙ্গাল গ্রামে খুন করার পর নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ। দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানা নাঙ্গলে ওই নাবালিকা তার বাবা -মায়ের সঙ্গে শ্মশানের সামনে একটি ভাড়া বাড়িতে থাকত। শ্মশানের কুলার থেকে পানীয় জল আনতে যায় সে। তারপর আর ফেরেনি। পরিবারের দাবি, কয়েকজন এসে নাবালিকার মাকে শ্মশানে ডেকে নিয়ে যায়। অভিভাবককে জানানো হয়, জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নাবালিকা। পরিবারের লোকের অভিযোগ, মৃতের মাকে বোঝানো হয়, মামলা দায়ের করলে ময়নাতদন্ত হবে। তাহলে তাঁর মেয়ের অঙ্গ চুরি করা হবে। তাই অবিলম্বে তার দেহ দাহ করে দেওয়া হোক। ঘটনায় জড়িত সন্দেহে এক পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।