New York Accident: মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিউ ইয়র্কের নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু বিখ্যাত টেক সংস্থার CEO-সহ পরিবারের
America Helicopter Accident:এলাকার মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মৃতরা বেশিরভাগই স্পেনের বাসিন্দা।

নিউ ইয়র্ক: আমেরিকায় বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির একটি দর্শনীয় স্থানে মাঝ আকাশে বিকল হয়ে একটি হেলিকপ্টার হাডসন নদীতে ভেঙে পড়ে যায়। নদীতে ভেঙে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় হেলিকপ্টারটিতে। ছ'জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। দ্য নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, একটি স্প্যানিশ পর্যটক পরিবারও ছিল। নিহতদের মধ্যে বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানি সিমেন্সের স্প্যানিশ বিভাগের প্রধান অগাস্টন এসকোবার এবং তার পরিবারের চার সদস্যও রয়েছেন। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে।
দুর্ঘটনার পর লোয়ার ম্যানহাটন এবং জার্সি সিটিতে জরুরি অবস্থা জারির পরিস্থিতি। ব্যাহত হয়েছে যান চলাচল। নাগরিকদের সতর্ক করতে নিউ ইয়র্ক পুলিশ দপ্তর এক্স হ্যান্ডলে জানান, ‘ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের আশেপাশে হাডসন নদীতে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কারণে, আশেপাশের এলাকায় জরুরি যানবাহন চলাচল এবং যানজটের সম্ভাবনা রয়েছে।’ এলাকার মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মৃতরা বেশিরভাগই স্পেনের বাসিন্দা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে দুজনকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পরে তাঁরা মারা যান।
Hudson River Helicopter crash @fox5ny @ABC7 @NBCNewYork @CBSNewYork @njdotcom @News12NJ @CNN @cnnbrk
— SangriaUltra (@xpertcommander) April 10, 2025
Credit: Bruce Wall pic.twitter.com/CVy249wApx
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন,' এই মুহূর্তে, ছয়জন নিহতকে জল থেকে বের করে আনা হয়েছে। এবং দুঃখের বিষয়, ছয়জনকেই মৃত ঘোষণা করা হয়েছে।' ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,'হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। দেখে মনে হচ্ছে পাইলট, দুই প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু সহ ছয়জন আর আমাদের সাথে নেই। দুর্ঘটনার ফুটেজটি ভয়াবহ।'
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল সোয়া ৩টার দিকে ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ কাজ চালানো হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জানা যায় হেলিকপ্টারের সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশের মতে, নিউ ইয়র্ক হেলিকপ্টার ট্যুরস দ্বারা পরিচালিত বেল ২০৬ হেলিকপ্টারটি বিকাল ৩টের দিকে শহরের একটি হেলিকপ্টার প্যাড থেকে রওনা হয়েছিল এবং হাডসন নদীর উপর দিয়ে উত্তর দিকে উড়ে গিয়েছিল। কপ্টারটি দ্রুত যাচ্ছিল। আর তা বিকট শব্দ করে জলে পড়ে যায়। পড়ে যাওয়ার পরও হেলিকপ্টারের শেষের অংশ নদীর উপরে খানিকক্ষণ ছিল। অনেকে বলছেন, কপ্টার মাঝ আকাশে ভেঙে যায়।






















