Sheikh Hasina: আরও বিপাকে শেখ হাসিনা, এবার ভিসা বাতিল করল আমেরিকা
Bangladesh News, Sheikh Hasina: আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা, এমনটাই খবর।
নয়া দিল্লি: আরও বিপাকে শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশছাড়া বাংলাদেশের (Bangladesh) সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করল আমেরিকা (USA)। আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা, এমনটাই খবর। অন্যদিকে, বাংলাদেশের অশান্তির আঁচ এবার মার্কিন মুলুকে। নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়ল BNP সমর্থকরা। খুলে ফেলা হল মুজিবর রহমানের ছবি।
গতকালই হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই জল্পনা উঠেছিল যে তিনি হয়তো ব্রিটেনে যেতে পারেন। দিল্লিকে 'সেফ প্যাসেজ' করে পাড়ি দেবেন লন্ডনে, এমনটাই খবর ছিল। সেই সময়ে ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতেই অবতরণ করেন।
তবে সূত্রের খবর, প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা। ৩১ জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব-কন্যা। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন। হাসিনাকে পরামর্শ দিয়েছিল বিদেশমন্ত্রক, খবর সূত্রের।
আরও পড়ুন, 'কোনমতে জান বাঁচাইয়া আইছি এ দ্যাশে, ফিরলে লাশ হওইয়া যামু', সীমান্তে কান্নার রোল
সূত্র মারফৎ এও জানা গিয়েছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত। তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে, আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক হয়। সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের। 'বাংলাদেশকে অশান্ত করার নেপথ্যে চিন ও পাকিস্তানের হাত থাকতে পারে', সর্বদল বৈঠকে উদ্বেগপ্রকাশ করে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে, জবাবে বলেন বিদেশমন্ত্রী। বৈঠকে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
'আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রাখা হয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে', সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনাকে ছাড়াই হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গেল বিমান। ৭ সেনা জওয়ান-সহ ঢাকায় ফিরে গেছে বাংলাদেশ বায়ুসেনার বিমান C-130J।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে