Manmohan Singh Died: মনমোহন সিংহের মৃত্যুতে শোকাহত দেশের রাজনৈতিক মহল
Manmohan Singh Update: বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেননি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা।
নয়াদিল্লি: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার সন্ধেয় আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। কিন্তু বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেননি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। মনমোহনের প্রয়াণে শোক প্রকাশ করে কারা কী বক্তব্য রাখলেন একবার দেখে নেওয়া যাক-
রাহুল গাঁধী
মনমোহন সিংহজি সততার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি সমগ্র দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। ওঁনার স্ত্রী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং গুরুজনকে হারালাম। আমাদের লক্ষ লক্ষ কর্মী যাঁরা তাঁর অনুপ্রেরণা পেয়েছেন, তাঁরা অত্যন্ত গর্বের সঙ্গে আজীবন তাঁকে স্মরণ করবেন।
প্রিয়ঙ্কা গাঁধী
রাজনীতিতে খুব কম মানুষই শ্রদ্ধেয়, তাঁদের মধ্যে মনমোহন সিংহ একজন। তাঁর সততা আমাদের সবসময় প্রেরণা যোগায়। দেশের সেবায় নিয়োজিত ছিলেন।
জেপি নাড্ডা
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ শ্রী মনমোহন সিংহের মৃত্যু দেশের জন্য বিরাট ক্ষতি। একজন দূরদৃষ্টিসম্পন্ন ও ভারতীয় রাজনীতিতে তিনি বলিষ্ঠ ব্যক্তিত্ব। সাধারণের সেবায় নিজের সারা জীবন উৎসর্গ করেছিলেন। দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন।
গভীরভাবে ব্যথিত হয়েছি মনমোহন সিংহজির প্রয়াণের খবর পেয়ে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। যিনি দেশের অর্থনীতির গতিপথ বদলে দিয়েছিলেন। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। জাতির সমৃদ্ধির জন্য নতুন পথের দিশা দেখিয়েছিলেন মনমোহন সিংহ।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ডঃ মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
মল্লিকার্জুন খাড়গে
নিঃসন্দেহে ইতিহাস আপনাকে বিচার করবে সদয়ভাবে ডঃ মনমোহন সিংহজি! প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের সঙ্গে সঙ্গেই ভারত এক দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারাল। একজন সৎ ও অপ্রতিরোধ্য নেতা। অসাধারণ অর্থনীতিবিদ। তাঁর অর্থনৈতিক উদারীকরণ ও অধিকারভিত্তিক কল্যাণ দৃষ্টান্তের নীতি কোটি কোটি ভারতবাসীর জীবন বদলে দিয়েছে। দারিদ্র্য দূরীকরণে বারবার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনমোহন। এদিন আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গিয়েছে। শ্বাসকষ্টের সমস্যা গুরুতর আকার ধারণ করে। তড়িঘড়ি AIIMS-এ আনা হয় তাঁকে। হাসপাতালের জরুরি বিভাগে, ICU-তে ভর্তি করা হয় মনমোহনকে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।