এক্সপ্লোর
আমদাবাদে অমিত শাহ-র অস্ত্রোপচার
বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর নাকে একটি ছোটখাটো অপারেশন হয়। কয়েকঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে বিকেল পাঁচটা নাগাদ ছেড়ে দেওয়া হবে তাঁকে।

আমদাবাদ: অমিত শাহের ঘাড়ে একটি লিপোমার অস্ত্রোপচার হল আমদাবাদের কে ডি হাসপাতালে। সূত্রের খবর, বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছোটখাটো অপারেশন হয়। কয়েকঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে বিকেল পাঁচটা নাগাদ ছেড়ে দেওয়ার কথা তাঁকে। জানা গেছে, অমিত শাহ একটি পারিবারিক অনুষ্ঠানে আমদাবাদ এসেছিলেন। এবছরের শুরুতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। তার জন্য তাঁর প্রচার কর্মসূচিতেই বেশকিছু পরিবর্তন করা হয়। সে-সময় তিনি ভর্তি ছিলেন এইমসে। সেই সময় নিজেই টুইট করে জানিয়েছিলেন অসুস্থতার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















