Amit Shah: 'ভারত এসব বরদাস্ত করবে না, আরও সার্জিক্যাল স্ট্রাইক হবে', পাকিস্তানকে হুঁশিয়ারি শাহের
অমিত শাহ বলেন, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করেছিল, ভারত এসব বরদাস্ত করবে না।
নয়া দিল্লি: সামনে থেকে যেমন প্রশ্ন আসবে, তার তেমনই জবাব দেওয়া হবে। পাকিস্তানকে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ গোয়ায় জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সার্জিক্যাল স্ট্রাইককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করেছিল, ভারত এসব বরদাস্ত করবে না। এর থেকে শিক্ষা না নিলে এ রকম আরও হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, অমিত শাহের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে সমালোচনা করেছে পাক বিদেশমন্ত্রক। উরি, পাঠানকোট এবং গুরুদাসপুরে জঙ্গি হামলার প্রেক্ষিতে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।
বৃহস্পতিবার গোয়ায় ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, "পাকিস্তান যদি এভাবেই বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে। সীমান্তে ভারত কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না।"
প্রসঙ্গত, ভারত-পাক সীমান্তের পাক অধিকৃত বালাকোটে ঢুকে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তার ঠিক দশদিন আগে উরিতে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের হামলায় শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান। ইমরান খানের দেশের এই হামলায় শিক্ষা দিতেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। অমিত শাহের হুঁশিয়ারিতে সেই দাবিই মান্যতা পেল।