এক্সপ্লোর
Advertisement
সুজিতকে অনুসরণ করলেই অভিনয় করা যায়, বিগ বি প্রশংসায় ভরিয়ে দিলেন বাঙালি পরিচালককে
লখনউয়ের পটভূমিকায় এগিয়েছে গুলাবো সীতাবো-র গল্প। লিখেছেন জুহি চতুর্বেদী, প্রযোজক রনি লাহিড়ি ও শীল কুমার। আমাজন প্রাইম ভিডিওয় আজ থেকে এর স্ট্রিমিং শুরু হবে।
মুম্বই: গুলাবো সীতাবো-র পরিচালক সুজিত সরকারের অকুণ্ঠ প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। ব্লগে তিনি লিখেছেন, সুজিত অসাধারণ পরিচালক। কিন্তু অভিনেতা হিসেবে তিনি আরও বহু গুণ ভাল।
২০১৫-র পিকু-র পর গুলাবো সীতাবো-য় ফের এক সঙ্গে দেখা যাবে সুজিত-অমিতাভকে। ব্লগে বিগ বি লিখেছেন, সুজিত যে সে পরিচালক নন.. একই শরীরে তাঁর বহু সৃষ্টিশীল অস্তিত্ব.. ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র মত সম্মানীয় প্রতিষ্ঠানের প্রাক্তনী তিনি, তাঁর অভিনয় ক্ষমতা পরিচালনার গুণকেও বহু গুণে ছাপিয়ে যায়।
গুলাবো সীতাবো-য় অমিতাভের চরিত্রের নাম মির্জা। অমিতাভ বলেছেন, সুজিত যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই কাজ করেছেন তিনি। যেভাবে তিনি চরিত্রগুলি উপস্থাপনা করেন, তার ফলই সকলে দেখতে পান পর্দায়। সমস্ত খুঁটিনাটি নিখুঁতভাবে তুলে ধরেন তিনি, হঠাৎ দেখা যায় তিনি যা চাইছেন তা করা খুবই সহজ। তিনি যা করতে বলেন তাই আমরা করি। অন্তত আমার জন্য আলাদা করে কিছু ভাবতে হয় না, যেভাবে তিনি করে দেখান, কথা বলেন, আমি সেটাই অনুসরণ করি..।
লখনউয়ের পটভূমিকায় এগিয়েছে গুলাবো সীতাবো-র গল্প। লিখেছেন জুহি চতুর্বেদী, প্রযোজক রনি লাহিড়ি ও শীল কুমার। আমাজন প্রাইম ভিডিওয় আজ থেকে এর স্ট্রিমিং শুরু হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement