Anant Radhika Pre-wedding: আম্বানিদের পার্টিতে মহা বিপত্তি, গয়না হারালেন জাকারবার্গ-পত্নী, ৩.৫ ঘণ্টা ধরে চলল তল্লাশি
Priscilla Chan Pendant: হাজার হাজার মানুষের সমাগমে প্রিসিলা গলার পেনডেন্ট হারান বলে খবর সামনে এসেছে।
![Anant Radhika Pre-wedding: আম্বানিদের পার্টিতে মহা বিপত্তি, গয়না হারালেন জাকারবার্গ-পত্নী, ৩.৫ ঘণ্টা ধরে চলল তল্লাশি Anant Radhika Pre-wedding Mark Zuckerberg Wife Priscilla Chan apparently lost her pendant and searched for it several hours Anant Radhika Pre-wedding: আম্বানিদের পার্টিতে মহা বিপত্তি, গয়না হারালেন জাকারবার্গ-পত্নী, ৩.৫ ঘণ্টা ধরে চলল তল্লাশি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/ef0f4cb4ada64ded50ba9cb3b60897011709965734922338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আম্বানিদের অনুষ্ঠান বলে কথা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন ছিলেন অতিথি। এখনও তার রেশ রয়ে গিয়েছে জামনগরে। সেই আবহেই নয়া খবর সামনে এল। জানা গেল, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে শামিল হতে এসে মহার্ঘ পেনডেন্ট হারিয়ে ফেলেন ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। হাজার খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত হারানো জিনিস খুঁজে পাওয়া যায় কি না, তা যদিও জানা যায়নি। (Anant Radhika Pre-wedding)
হাজার হাজার মানুষের সমাগমে প্রিসিলা গলার পেনডেন্ট হারান বলে খবর সামনে এসেছে। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আচমকাই গলার পেনডেন্টটি গায়েব বলে আবিষ্কার করেন প্রিসিলা। স্বামী মার্ককে বিষয়টি জানান তিনি। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানানো হয়। এর পর সকলে মিলে চলে তল্লাশি। (Priscilla Chan Pendant)
মাত্র কয়েক মিনিট নয়, টানা সাড়ে তিন ঘণ্টা ধরে প্রিসিলার পেনডেন্টের খোঁজে তল্লাশি চলে। তল্লাশিতে হাত লাগান অন্য অতিথিরাও। কিন্তু শেষ পর্যন্ত হারানো পেনডেন্টের খোঁজ মেলে কি না জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিসিলার কাছে পেনডেন্টটি খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই সেটি ফিরে পেতে কার্যত মরিয়া হয়ে ওঠেন তিনি।
আম্বানিদের অনুষ্ঠােন প্রিসিলার পেনডেন্ট হারানোর খবরে যদিও মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন অনেকে। গত ৫ মার্চ ফেসবুক এবং ইনস্টাগ্রামে সমস্যা দেখা দেয়। প্রিসিলা পেনডেন্ট হারানোতেই এমনটা ঘটে, মার্ক কাজের দিকে নজর দিতে পারেননি বলে রসিকতা করেন কেউ কেউ। বিয়েবাড়িতে গয়না হারানো, খাবার নিয়ে অসন্তোষ, হুলস্থুলকাণ্ড লেগেই থাকে, তাই আম্বানিদের অনুষ্ঠানও আর পাঁচটা অনুষ্ঠানের মতোই বলে মন্তব্য করেছেন অনেকে।
শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে সেজে উঠেছিল গুজরাতের জামনগর। দেশ-বিদেশের তাবড় তারকা, বিশিষ্টজনেদের আনাগোনায় গমগম করছিল চারিদিক। সেই তালিকায় নাম ছিল পপ-তারকা রিহানা থেকে বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্টদের। পারিবারিক অনুষ্ঠান কার্যতই উৎসবের আকার ধারণ করে। সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে নানা মুহূর্তের ছবি এবং ভিডিও এখনও ঘুরছে। তার মধ্যেই জাকারবার্গ-পত্নীর গয়না হারানোর খবর সামনে এল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)