এক্সপ্লোর
Advertisement
করোনা পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতে এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী সহ সরকারি কর্মচারীদের বেতন হবে দেরিতে
সবদিক সামাল দিতে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা সরকার জানিয়ে দিল, এ মাসে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের উচ্চপদস্থদের বেতন হবে দেরিতে। সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বেতন কাটার প্রশ্নই ওঠে না। তবে দেরিতে হলেও পুরো পারিশ্রমিকই পাবেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মীরা।
নয়াদিল্লি: সারা দেশ দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মারণ রোগের সঙ্গে লড়াইতে প্রতিটি রাজ্যেরই রাজকোষ থেকে যথেষ্ট অর্থ ব্যয় হচ্ছে। সবদিক সামাল দিতে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা সরকার জানিয়ে দিল, এ মাসে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের উচ্চপদস্থদের বেতন হবে দেরিতে। সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বেতন কাটার প্রশ্নই ওঠে না। তবে দেরিতে হলেও পুরো পারিশ্রমিকই পাবেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মীরা।
কাদের বেতন দেরিতে হবে?
মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রীদের, আমলাদের, আইএএস অফিসারদের ও সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের।
রাজস্থানে পেনশনভোগীদের ৩০ শতাংশ বেতন, আইএএসদের ৬০ শতাংশ বেতন ও রাজ্য সরকারি চাকুরেদের ৫০ শতাংশ বেতন দেরিতে হবে।মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, নিজের ও অন্যান্য মন্ত্রীদের ৭৫ শতাংশ বেতন এবার হবে দেরিতে। রাজ্যের অর্থনীতি সামলাতেই এই পদক্ষেপ। বিধায়কদের বেতনও হবে দেরিতেই। যদিও ক্লাস ফোর কর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, ঠিকা কর্মীদের বেতনে দেরি হবে না।
অন্ধ্রপ্রদেশও হাঁটছে ওই পথেই।
তেলঙ্গানা সরকারও একইরকম সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতি সামলে উঠতে। তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার অন্যান্যদের, বিধায়কদের, সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের, পুরো বেতনই হবে দেরিতে। এছাড়া আইএএস, আইপিএস, আইএফএস আধিকারকদের মাইনের ৬০ শতাংশ হবে পরে। তাছাড়া সব সরকারি কর্মচারীদের এই মাসে অর্ধেক মাইনে নির্ধারিত দিনের পরে দেওয়া হবে। তবে এক্ষেত্রেও ছাড় দেওয়া হবে ক্লাস ফোর কর্মীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
জেলার
জেলার
জেলার
Advertisement