এক্সপ্লোর
Advertisement
সুশান্তের জন্য নিজের কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন অঙ্কিতা, স্মৃতিচারণ তাঁদের বন্ধু সন্দীপ সিংহের
সন্দীপ জানিয়েছেন, অল্পদিন আগেও অঙ্কিতার সঙ্গে কথা হয়েছে তাঁর, এখনও তিনি বিপর্যস্ত। সুশান্ত-অঙ্কিতা একে অপরের জন্য কী ছিলেন, তা ব্যাখ্যার অতীত।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত রিয়া চক্রবর্তীকে বিয়ের কথা ভেবেছিলেন কিনা তিনি জানেন না। তিনি যত দূর জানেন, সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডেই শুধু তাঁকে বুঝতেন। কেরিয়ারের চূড়োয় থাকার সময় প্রেমিকের জন্য নিজেকে কার্যত উৎসর্গ করে দেন তিনি।
সন্দীপ বলেছেন, সুশান্তের মৃত্যুর আগের দিনগুলোয় তাঁর হতাশা সংক্রান্ত মানসিক অসুস্থতা নিয়ে তাঁদের দুজনের আলোচনা হয়নি। ফোন আর মেসেজে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল কিন্তু কেউ যদি প্রকৃতই মরতে চায়, সে সম্ভবত সে ব্যাপারে আগে থেকে কিছু জানায় না। তবে সুশান্তের মৃত্যুর সময় তাঁর বাড়িতে আরও লোকজন ছিল বলে তিনি জানিয়েছেন। সুশান্তের শেষ বান্ধবী ছিলেন রিয়া চক্রবর্তী। সন্দীপ বলেছেন, রিয়াকে সুশান্ত বিয়ের কথা ভাবছিলেন কিনা তা তিনি জানেন না। এমন কোনও বিয়ের নিমন্ত্রণ পাননি। তবে তিনি জানেন, একটা সময় সুশান্ত-অঙ্কিতার বিয়ের কথা ছিল। তাঁর কাছে সেটাই ছিল সুশান্তের শেষ প্রেম, সেই স্মৃতি নিয়ে বাঁচতে চান তিনি।
পবিত্র রিস্তা-র সহ অভিনেত্রী অঙ্কিতার সঙ্গে ৬ বছর সম্পর্ক ছিল সুশান্তের। সন্দীপ বলেছেন, অঙ্কিতা শুধু মৃত নায়কের প্রেমিকা ছিলেন না, তাঁর মাও ছিলেন। ২০ বছর বলিউডে রয়েছেন সন্দীপ, অঙ্কিতার মত মেয়ে তিনি দেখেননি। যেভাবে অঙ্কিতা সুশান্তের খেয়াল রাখতেন তা অভাবনীয়। একমাত্র তিনিই সুশান্তকে বাঁচাতে পারতেন। তাঁর জন্য যা যা করা উচিত সব করতেন অঙ্কিতা। সুশান্ত যেভাবে চাইতেন সেভাবে সাজগোজ করতেন, তাঁর পছন্দের খাবার তৈরি করতেন। বাড়িঘর সাজানো হয়েছিল তাঁর চাহিদা অনুযায়ী। বাড়িতে যে সব বই থাকত, তাও সুশান্তের পছন্দের। তাঁর খুশির জন্য নিজেকে উজাড় করে দেন অঙ্কিতা। সন্দীপের প্রার্থনা, প্রত্যেকের জীবনে অঙ্কিতার মত কেউ আসুন।
সন্দীপ আরও বলেছেন, অঙ্কিতা অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন, কেরিয়ারের চূড়োয় থাকার সময় তা প্রায় ছেড়ে দেন তিনি। টেলিভিশনে তাঁর বিরাট জনপ্রিয়তা ছিল, ছবির অফারও পাচ্ছিলেন। এমনকী সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তিনি সুশান্তের ছবির সাফল্য প্রার্থনা করতেন, প্রার্থনা করতেন, যেন তিনি আনন্দে থাকেন। যেদিন সুশান্ত আত্মহত্যা করেন, তাঁর সকলের আগে চিন্তা হয় অঙ্কিতাকে নিয়ে। সুশান্তের বাড়ি থেকে তাঁর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত বারবার তাঁকে তিনি ফোন করেন কিন্তু অঙ্কিতা ফোন ধরছিলেন না। ময়নাতদন্ত মিটে গেলে তিনি আগে যান তাঁর বাড়িতে। ১০ বছর ধরে তিনি অঙ্কিতাকে চেনেন অথচ সেদিন অঙ্কিতা যেভাবে তাঁকে জড়িয়ে ধরেছিলেন তেমন আর কখনও করেননি।
সন্দীপ জানিয়েছেন, অল্পদিন আগেও অঙ্কিতার সঙ্গে কথা হয়েছে তাঁর, এখনও তিনি বিপর্যস্ত। সুশান্ত-অঙ্কিতা একে অপরের জন্য কী ছিলেন, তা ব্যাখ্যার অতীত। তিনি বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement