LIVE UPDATES: নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসা, অশান্তি, ৩ নাগরিকের মৃত্যু, ম্যাঙ্গালুরুতে জখম ২০ পুলিশ

Background
নয়াদিল্লি: সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ। বামেদের প্রতিবাদ মিছিল ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। পুলিশের অনুমতি না মিললেও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে জড়ো হতে শুরু করেছিলেন বেশ কিছু মানুষ। আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। প্রতিবাদ মিছিল শুরুর আগেই বহুজনকে আটক করে দিল্লি পুলিশ। আটক হলেন সিপিআইয়ের প্রাক্তন সাংসদ ডি রাজাও।
রাজধানীতে আজ দুটি মিছিল হওয়ার কথা। হাম ভারত কে লোগ-র ব্যানারে লালকেল্লা থেকে শহিদ ভগৎ সিংহ পার্ক পর্যন্ত মিছিলটি শুরু হওয়া মাত্রই আটকে দেয় পুলিশ। লালকেল্লার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে একসঙ্গে ৪ জনের জমায়েতে বাধা দেয় পুলিশ। ফলে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু হলেই বাধা দেয়। পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ।
বেলা ১২টায় মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত বামেদের মিছিল শুরু হয়। এক্ষেত্রেও পুলিশের অনুমতি মেলেনি। সেখানেও পর পর পুলিশ বাধা আসে। দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে র্যাফ নামানো হয়। এখান থেকেও বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। অশান্তির আশঙ্কায় আজ সকাল থেকেই দিল্লি মেট্রোর ১৬টি স্টেশনের গেট বন্ধ করে রাখা হয়েছে। এই মেট্রো স্টেশনগুলোর মধ্যে রয়েছে, লাল কিলা, জামা মসজিদ, চাঁদনি চক, বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ এবং মুনিরকা।






















