Plane Accident: মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই বিমানের, পর পর দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা
Arizona Plane Crash: আরও এক বিমান দুর্ঘটনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে।

ফিনিক্স: একের পর এক দুর্ঘটনার জেরে বিমানযাত্রা নিয়েও উদ্বেগ দেখা যাচ্ছে। আর সেই আবহে ফের এক বিমান দুর্ঘটনা ঘটে গেল। আমেরিকার অ্যারিজোনায় মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগ দুই বিমানের। এখনও পর্যন্ত এই ঘটনায় দু'জনের মৃত্যুর খবর মিলছে। আকারে বেশ ছোটই ঠিল দুর্ঘটনার শিকার দুই বিমান। সেই কারণেই হতাহতের সংখ্যা কম বলে মনে করা হচ্ছে। তবে আরও এক বিমান দুর্ঘটনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। (Plane Accident)
আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনার Marana Regional Airport-এর কাছে, মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে Cessna 172S এবং Lancair 360MK ll বিমানের। সকাল ৮টা বেজে ২৮ মিনিটে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তের পর ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে, Marana Regional Airport-এর ৩ নম্বর রানওয়ের উপর, মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। (Arizona Plane Crash)
যে বিমান দু'টি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেগুলি সিঙ্গল ইঞ্জিনের বিমান। মাঝ আকাশে সংঘর্ষের পর একটি বিমানে ভেঙে পড়ে Marana Regional Airport-এর রানওয়েতে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়েছে বহু দূর থেকেও। অন্য বিমানটি যদিও বিমানবন্দরে অবতরণ করতে সফল হয়। Marana পুলিশ বিভাগ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। আর কেউ বিমানে ছিলেন কি না, কী কারণে এমন ঘটনা ঘটল, এখনও পর্যন্ত বিশদ তথ্য মেলেনি।
🚨✈️ Tragedia en Arizona: dos avionetas chocaron en el aire cerca del Aeropuerto Regional de Marana. Una logró aterrizar, pero la otra se estrelló y se incendió. Lamentablemente, se reportan dos fallecidos. Autoridades ya investigan. pic.twitter.com/hVnuK2JOnv
— El Horizonte (@ElHorizontemx) February 20, 2025
এই মুহূর্তে Marana Regional Airport-টি বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা। বিমানবন্দরের সুরাক গ্যালেন বিম বলেন, "শহরবাসী এবং বিমানবন্দরের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পুলিশ এবং দমকল যে তৎপরতা দেখিয়েছে, তার জন্য কৃতজ্ঞ আমরা।"
আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, Marana Regional Airport-টি অনিয়ন্ত্রিত। কোনও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারই নেই সেখানে। সাধারণ ট্রাফিক অ্যাডভাইসরি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আকাশে নিজেদের অবস্থান জানাতে হয় পাইলটদের। উড়ান সংক্রান্ত নিয়ম-কানুনে বিস্তর ফাঁক রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠছে।
🚨Dos avionetas chocan en en #Arizona; al menos 2 muertos.
— El Mexicano (@ElMexicanOnline) February 19, 2025
El #Cessna172S logró aterrizar sin complicaciones, mientras que el #Lancair360MKII se precipitó contra el terreno, causando un incendio posterior al impacto.
Más información: https://t.co/XDQ4mMQqjx
📹: Justine Brent pic.twitter.com/c6bwz0B6RZ
এই নিয়ে পর পর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে গেল। গত ২৯ জানুয়ারি হোয়াইট হাউসের অনতিদূরে, Ronald Reagan Washington National Airport-এর কাছে মাঝ আকাশে যাত্রবাহী বিমান এবং সেনার হেলিকপ্টারের মধ্যে ধাক্কা লাগে। সেবার ৬৭ জন যাত্রী মারা যান। সেই থেকে পর পর আরও চারটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়া, আলাস্কা, অ্যারিজোনার স্কটসডেল, কানাডার টরন্টোতেও বিমান দুর্ঘটনা ঘটেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
