US Elections Result 2022: আমেরিকায় নির্বাচিত অরুণা মিলার, কী যোগ ভারতের সঙ্গে?
Aruna Miller: এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান এই পদে আসীন হলেন।
নয়াদিল্লি: আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মায়ের দিক থেকে ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাঁর জয়ের খবরে উদ্বেল হয়ে উঠেছিল চেন্নাইয়ের কাছের একটি জনপদ। ফের মার্কিন সরকারের উচ্চপদে আসীন হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত। যাঁর সঙ্গে ভারতের যোগ আরও গভীর। আমেরিকার মিডটার্ম নির্বাচনে মেরিল্যান্ড স্টেট-এর লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়েছেন অরুণা মিলার (Aruna Miller)। এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান এই পদে আসীন হলেন।
জয়ের পরেই টুইট করেছেন অরুণা মিলার। তিনি লেখেন, '১৯৭২ সালে এই দেশে এসেছি। আমেরিকার সম্ভাবনা নিয়ে আমার উৎসাহ-উদ্দীপনা কখনও কমেনি। এই সম্ভাবনা যতক্ষণ না সবার জন্য মিলবে ততক্ষণ আমার লড়াই থামবে না।'
আরও একটি রেকর্ড:
বছপ সাতান্নর অরুণা মিলার ডেমোক্র্যাট রাজনীতিবিদ। তিনি মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন। মেরিল্যান্ডের গভর্নর নির্বাচিত হয়েছেন ওয়েস মুর (Wes Moore)। রেকর্ড গড়েছেন তিনিও। প্রথমবার মেরিল্যান্ড স্টেটে কোনও কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হলেন।
The moral to this story is, NEVER EVER underestimate the underdogs.
— Aruna Miller (@arunamiller) November 9, 2022
And guess what – we’ll always look out for the underdogs.
We see you.
We hear you.
We believe in you.
And @iamwesmoore and I are going to fight for you.
কে অরুণা মিলার:
১৯৬৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন অরুণা মিলার। যখন তাঁর বয়স সাত বছর। তখন তাঁর পরিবার আমেরিকায় চলে যায়। অরুণার বড় হয়ে ওঠা নিউইয়র্কে। মিসোরি বিশ্ববিদ্যালয় (Missouri University of Science and Technology) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০০ সালে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন তিনি।
ক্যালিফোর্নিয়া, হাওয়াই এবং ভার্জিনিয়াতে স্থানীয় সরকারের হয়ে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯০ সালে তিনি মেরিল্যান্ডে আসেন। ২০০০ সালে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন তিনি। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আইনসভা-পদের দায়িত্ব পালন করেছেন তিনি।
নানা দিক থেকে সমর্থন:
সূত্রের খবর, ডেমোক্র্যাট প্রার্থী হলেও বেশ কিছু রিপাবলিকান সমর্থকদের তরফেও সমর্থন পেয়েছেন তিনি। নির্বাচনের সময় অরুণা মিলারের সমর্থনে প্রচারও করতে দেখা যায় তাঁদের। অরুণা মিলার এবং ওয়েস মুরের সমর্থনে প্রচার করেছেন জো বাইডেন এবং কমলা হ্যারিসও।
পদের গুরুত্ব:
আমেরিকার কোনও রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পদ এটি। গভর্নরের পদের পরেই স্থান। যদি পদত্যাগ বা মৃত্যুর কারণে গভর্নর পদ খালি হয়ে যায়, যদি গভর্নর বাইরে থাকেন, তখন সেই রাজ্যের গভর্নরের দায়িত্ব সামলান লেফটেন্যান্ট গভর্নর।
আরও পড়ুন: সামনে অ্যাম্বুল্যান্স, রাস্তা দিতে থেমে গেল প্রধানমন্ত্রীর কনভয়