Arvind Kejriwal Arrest: লোকসভা ভোটের মুখে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়াল
Lok Sabha Election 2024:গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrested By ED)। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল। ঝাড়খণ্ডের পর দিল্লি, গ্রেফতার আরও এক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরই গ্রেফতার কেজরিওয়াল।
যা যা হল...
দিল্লির মুখ্যমন্ত্রী যে গ্রেফতার হতে পারেন, সেই রকম একটি ইঙ্গিত এদিন সন্ধে থেকেই ছিল। দিল্লি হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিতে রাজি হয়নি। তার পর থেকেই আম আদমি পার্টির তরফে আশঙ্কা করা হচ্ছিল, এদিনই গ্রেফতার করা হতে পারে কেজরিওয়ালকে। পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আপিলও জানানোর প্রক্রিয়া শুরু করেছিল আপ। তার মধ্যেই রাতের দিকে এই গ্রেফতারির ঘটনা। তবে 'আপ' জানিয়ে দিয়েছে, গ্রেফতারির পরও কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন। প্রসঙ্গত, বিরোধী-শাসিত রাজ্যগুলির মধ্যে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকেও গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারির আগে পদত্যাগ করেছিলেন হেমন্ত। সে দিক থেকে দেখলে মুখ্যমন্ত্রী থাকাকালীনই গ্রেফতার হলেন কেজরিওয়াল।
We have moved the Supreme Court for quashing the arrest of Delhi CM @ArvindKejriwal, by ED. We have asked for an urgent hearing by the Supreme Court tonight itself.
— Atishi (@AtishiAAP) March 21, 2024
এদিনের ঘটনাক্রম...
ইডি সূত্রে খবর, ৯ বার সমনেও গরহাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দশম সমন দিতে তাই কেজরিয়ালের 'দুয়ারে' পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। বাড়িতে তল্লাশি চলে। দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যদের ফোন বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এদিন দিল্লি পুলিশের ডিসিপিকে নিয়ে হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন দিল্লি হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই হাজির হয়েছিল ইডি। হাইকোর্ট বলেছিল, 'এখন আগাম জামিন দেওয়ার পরিস্থিতি নেই।' এর আগে, আবগারি দুর্নীতি মামলাতেই গ্রেফতার হন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। একই মামলায় ধৃত কেসিআর-কন্যা কে কবিতা। ২০২১-২২ সালের আবগারি নীতির মাধ্য়মে দিল্লিতে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে দিল্লির শাসকদলকে। মোটা টাকা নেওয়ার পরিবর্তে এই বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন আপ নেতারা, এমনই অভিযোগ। তবে লোকসভা ভোটের মুখে, এভাবে 'আপ' প্রধানের গ্রেফতারিতে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা দেশে। আসন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন অরবিন্দ কেজিওয়াল। দিল্লি, হরিয়ানা, গোয়া, গুজরাত, হরিয়ানা ও চণ্ডীগড়ে কংগ্রেসের জোট করে বিজেপির বিরুদ্ধে লড়ছে আম আদমি পার্টি। শুধু পাঞ্জাবে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে।
আরও পড়ুন:মন্তব্য বিকৃত করার অভিযোগ রাহুলের, তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি-র