Arvind Kejriwal Arrested: গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে? কী জানাল দল?
Arvind Kejriwal News: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে এবার গ্রেফতার কেজরিওয়াল। কাল কোর্টে পেশ।
নয়াদিল্লি: ৯ বার সমন এড়িয়ে হল না শেষরক্ষা। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার (Arvind Kejriwal Arrested)। হাইকোর্ট রক্ষাকবচ-আর্জি খারিজ করতেই বাড়িতে ইডি তল্লাশি চালায়। ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আর এই গ্রেফতারির পরই প্রশ্ন উঠছে তাহলে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন?
মুখ্যমন্ত্রী পদে কে?
এবার ED-র জালে অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী দলের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেত্রী অতিশী সিংহ বলেন, "অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। প্রয়োজনে জেল থেকে সরকার চালাবেন। এমন কোনও আইন নেই যেটা তাঁকে জেল থেকে সরকার চালানোর ক্ষেত্রে আটকাতে পারবে। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।''
আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করেছিল ED। কিন্তু হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে আবগারি মামলায় ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও ‘কঠোর পদক্ষেপ’ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি। এরপরই বৃহস্পতিবার সন্ধেয় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি টিম। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED।
অভিযোগ, দিল্লির কেজরিওয়াল সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতির মাধ্য়মে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। যার পরিবর্তে ব্য়বসায়ীদের থেকে টাকা নেয় আম আদমি পার্টি। যদিও, শুরু থেকেই এই অভিযোগ খারিজ করে আসছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলের নেতারা। আবগারি মামলায় কয়েকদিন আগেই ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে গ্রেফতার করে ইডি। তিনি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। আবগারি মামলায় এর আগে আম আদমি পার্টির শীর্ষ নেতা ও দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে ইডি। এরপর কেজরিওয়ালের দলের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করে তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের