Aryan Khan Released: ২৩ দিন পর জেল-মুক্তি শাহরুখ-পুত্র আরিয়ান খানের
Aryan Khan: সকালেই মন্নত থেকে বিশাল কনভয় আর্থার রোড জেলে পৌঁছয়।
মুম্বই: ২৩ দিন পর আজ জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ-পুত্র (Shahrukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। ভোরে রিলিজ অর্ডার যায় জেলের বেল বক্সে। এই খবর পেয়ে এদিন সকালেই মন্নত থেকে বিশাল কনভয় আর্থার রোড জেলে পৌঁছয়। এরপর বেলা ১১টা নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান পান। জেল থেকে ছেলেকে নিয়ে মন্নতের পথে যান শাহরুখ খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার ৩ দিন আগে ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন অভিনেতা।
#WATCH Aryan Khan released from Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/gSH8awCMqo
— ANI (@ANI) October 30, 2021
Aryan Khan walks out of Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/tdYosUZ2nP
— ANI (@ANI) October 30, 2021
মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট থেকে বেরোন জুহি চাওলা। শনিবার সকালে মন্নতে ফিরছেন শাহরুখ-পুত্র। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB--র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান।
এদিন সকালে আর্থার রোড জেলে পৌঁছয় বিশাল কনভয়। তবে জেলে যাননি শাহরুখ। শাহরুখ অপেক্ষা করছিলেন জেল থেকে আড়াই কিলোমিটার দূরে পাঁচতারা হোটেলের গেস্টরুমে। আরিয়ান মুক্তি পাওয়ার আগে অবশ্য জেলে পৌঁছে যান তিনি। উল্লেখ্য, ২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে। ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। ২১ অক্টোবর আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর অবধি বাড়ায় আদালত।
আরও পড়ুন: Aryan Khan : অবশেষে আরিয়ানের জেলমুক্তি, ঘরে ফিরছেন শাহরুখ তনয়