এক্সপ্লোর
Advertisement
জেলবন্দি ৮৩ বছরের স্ট্যান স্বামীকে জল পানের বোতল দিতে গড়িমসি আদালতের, এগিয়ে এলেন মানুষ
স্ট্যানের আইনজীবী সরিফ সেখ এই বোতল ও শীতের পোশাকের জন্য নতুন করে আবেদন করেছেন।
মুম্বই: ৮৩ বছরের বিচারাধীন বন্দি স্ট্যান স্বামীর আবেদন মেনে তাঁকে একটা পাইপসুদ্ধ জলের বোতল দেওয়া নিয়ে প্রায় এক মাস ধরে গড়িমসি করছে আদালত। বিষয়টি জানাজানি হওয়ায় সাধারণ মানুষ বোতল কিনে পাঠিয়ে দিচ্ছেন নভি মুম্বইয়ের তালোজা জেলের ঠিকানায়। সেখানেই রয়েছেন স্ট্যান স্বামী।
ভীমা কোরেগাঁও কাণ্ডে ৮ অক্টোবর জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনআইএ ইউএপিএ-তে গ্রেফতার করে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা এই খ্রিস্টান ফাদারকে। পার্কিনসন্স রোগে ভোগা স্ট্যান স্বামী একটি বোতলের আবেদন করেছেন। আদালত এনআইএ-কে ২০ দিন সময় দেয় তাঁর আবেদনের জবাব দিতে। বৃহস্পতিবার এনআইএ জানিয়েছে, স্বামীর জলের বোতল তাঁর কাছেই রয়েছে, কেড়ে নেওয়া হয়নি। অতএব তা ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না।
স্ট্যানের আইনজীবী সরিফ সেখ এই বোতল ও শীতের পোশাকের জন্য নতুন করে আবেদন করেছেন। বিশেষ এনআইএ বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ৪ ডিসেম্বরের মধ্যে দুটি আবেদনেরই জবাব দিতে।
কিন্তু বিচারবিভাগ যাই করুক, সাধারণ মানুষ স্ট্যানের আবেদনে সাড়া দিয়েছেন। মুম্বইয়ের বাসিন্দা দীপক ভেঙ্কটেশন সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেন, তালোজা জেল জলের বোতলের বন্যায় ভাসিয়ে দিতে। তাঁর কথায়, বিশ্ব জানুক, আমরা এখনও দেশ হিসেবে আমাদের মানবিকতা হারাইনি। হয়তো ভুল নেতৃত্ব বেছে নিয়েছি কিন্তু এখনও মনুষ্যত্ব বিসর্জন দিইনি আমরা। ৮৩ বছরের এক বৃদ্ধ জলের বোতল পাচ্ছেন না, এটা হতে পারে না। এরপর সোশ্যাল মিডিয়ায় চালু হয় #সিপার্সফরস্ট্যান হ্যাশট্যাগ। অনেকে বোতল কিনে তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
#SippersForStan https://t.co/C2NVTZbR6g pic.twitter.com/91grvZJxNS
— Arpit (@arpit_1984) November 28, 2020
Shame the NIA by sponsoring a sipper for Fr Stan#StandWithStan #SippersForStan #SipperStraw4StanSwamy pic.twitter.com/isHO90Om9m
— Sajeev SJ (@sajeevpainu) November 28, 2020
NIA doesn't have a sipper-cup to give Fr. Stan Swamy who is being held in Taloja Prison. He's 83 yrs old, feeble & no threat to anyone.
Please open your hearts & send sipper-cups so that Fr. Stan & old detainees can sip water with dignity.
A cup is <Rs.200. Address below. ???????? pic.twitter.com/kDNyXcpn2B
— VISHAL DADLANI (@VishalDadlani) November 26, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement