এক্সপ্লোর
Advertisement
করোনার মধ্যে বাড়ি ফেরার জন্য ১০০ কিলোমিটারের বেশি হাঁটলেন ৮০ বছরের এই বৃদ্ধ
আজ বিশ্বনাথ জেলার পুলিশ তাঁকে নিজেদের গাড়ি করে লালুকের বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিছু টাকা সঙ্গে দিতেও ভোলেনি।
গুয়াহাটি: বাড়ি অসমের লখিমপুর জেলায়। করোনার জেরে বাস, ট্রেন সব বন্ধ। বাড়ি ফেরার জন্য ১০০ কিলোমিটারের ওপর পায়ে হাঁটলেন ৮০ বছরের এক ব্যক্তি।
বৃদ্ধের নাম খগেন বড়ুয়া, বাড়ি লখিমপুরের লালুক এলাকায়। গুয়াহাটি গিয়েছিলেন, ফেরার আগেই প্রধানমন্ত্রীর লকডাউনের ঘোষণা। তড়িঘড়ি গুয়াহাটি থেকে ট্রেনে করে নগাঁও জেলার কালিয়াবোর চলে আসেন তিনি। তারপর আর ট্রেন, বাস কিচ্ছু নেই, সব বন্ধ। কালিয়াবোর থেকে তাঁর বাড়ি প্রায় ২১৫ কিলোমিটার। কী আর করবেন খগেন, হাঁটতেই শুরু করলেন।
১০০ কিলোমিটারের বেশি হেঁটে গতকাল তিন পৌঁছন বিশ্বনাথ চড়িয়ালি। বিধ্বস্ত বৃদ্ধকে দেখে কয়েকজন তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করেন, খবর দেন পুলিশে। খগেন জানিয়েছেন, ছেলের সঙ্গে দেখা করতে গুয়াহাটি যান তিনি কিন্তু লকডাউনের মধ্যে ছেলেকে খুঁজে পাননি। কালিয়াবোর পৌঁছনোর পর আর কিছু না পাওয়ায় হাঁটা শুরু করেন, বিশ্বনাথ চড়িয়ালি পর্যন্ত এসে অত্যন্ত দুর্বল বোধ করেন। রাতটা কাটান রেল স্টেশনে। তারপর স্থানীয়রা তাঁকে নিয়ে যান হাসপাতাল।
আজ বিশ্বনাথ জেলার পুলিশ তাঁকে নিজেদের গাড়ি করে লালুকের বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিছু টাকা সঙ্গে দিতেও ভোলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement