MP New CM : 'রাজ' শেষ শিবরাজের ? মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব
BJP: পরের বছর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দুই উপমুখ্যমন্ত্রীও বেছে নিয়েছে বিজেপি
নয়াদিল্লি : মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh New CM) হচ্ছেন মোহন যাদব (Mohan Yadav)। বিদায়ী রাজ্য সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবার উজ্জৈন দক্ষিণ আসন থেকে জয়লাভ করেন। উজ্জৈন জেলার তিন বারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়াকে, মধ্যপ্রদেশে গেরুয়া শিবিরের বর্ষীয়ান রাজনীতিক শিবরাজ সিং চৌহানের রাজনৈতিক যাত্রার শেষের শুরু বলে ব্যাখ্যা করছে একাংশ রাজনৈতিক মহল। এদিকে পরের বছর লোকসভা নির্বাচনের আগে দুই উপমুখ্যমন্ত্রীও বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন- জগদীশ দেওরা ও রাজেশ শুক্লা।
#WATCH | BJP leaders including Shivraj Singh Chouhan, congratulate party leader Mohan Yadav after he was named as the new Chief Minister of Madhya Pradesh pic.twitter.com/xzC6aXceBZ
— ANI (@ANI) December 11, 2023
প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে মধ্যপ্রদেশের অধ্যক্ষ হিসাবে বেছে নেওয়া হয়েছে। অথচ জল্পনা ছিল, তোমর, যিনি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তিনি মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন।
নতুন দায়িত্ব পাওয়ার ঘোষণায় স্বভাবতই আপ্লুত মোহন যাদব বলেন, "আমি দলের একজন সাধারণ কর্মী। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালবাসা এবং সমর্থনে, আমি নিজের দায়িত্ব পূরণ করার চেষ্টা করব।"
#WATCH | Madhya Pradesh CM-designate Mohan Yadav says, "I am a small worker of the party. I thank all of you, the state leadership and the central leadership. With your love and support, I will try to fulfil my responsibilities." pic.twitter.com/dRM7g0VoMw
— ANI (@ANI) December 11, 2023
খুশির পরিবেশ তাঁর পরিবারেও। মোহন যাদব নতুন দায়িত্ব পাওয়ার পর, তাঁর স্ত্রী সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকার বলেন, "ভগবান মহাকালের আশীর্বাদ। দলের আশীর্বাদ। ১৯৮৪ সাল থেকে উনি বিজেপির সঙ্গে কাজ করছেন। যখনই উনি উজ্জৈন আসেন, মহাকালের কাছে গিয়ে প্রার্থনা করেন।"
#WATCH | Ujjain, MP: After Mohan Yadav was elected as the new Chief Minister of Madhya Pradesh, his wife says "Bhagwan Mahakal ka ashirwad hai, party ka ashirwad hai. He has been working with the BJP since 1984. Whenever he used to come to Ujjain, he went to offer prayers to… pic.twitter.com/dcobNL0Zdr
— ANI (@ANI) December 11, 2023