Rajasthan New CM : লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক BJP-র ? রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা
BJP News: মরুরাজ্যে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ? এনিয়ে জল্পনা চলছিলই। একাধিক নাম সামনে আসছিল
জয়পুর : প্রথমে ছত্তীসগঢ়, পরে মধ্যপ্রদেশ। আর এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। মরু রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা।
মরুরাজ্যে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ? এনিয়ে জল্পনা চলছিলই। একাধিক নাম সামনে আসছিল। শেষমেশ দায়িত্বভার তুলে দেওয়া হল ভজনলাল শর্মাকে। রাজস্থানের সাঙ্গানের বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচিত। আর প্রথমবার বিধায়ক হয়েই একেবারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এর আগে মরু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন রাজনাথ সিং, দলের অন্য পর্যবেক্ষকরা যথাক্রমে- বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডে। এছাড়াও যোগ দেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী ও রাজস্থানে বিজেপির হয়ে ভোটে দায়িত্বপ্রাপ্ত প্রহ্লাদ জোশি। রাজনাথ সিং, বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডেকে রাজস্থানের পর্যবেক্ষক নিয়োগ করা হয়।
#WATCH | Rajasthan CM-designate Bhajanlal Sharma along with his two deputy CMs meets Governor Kalraj Mishra to stake claim to form the government in the state pic.twitter.com/l7jDeq7uFq
— ANI (@ANI) December 12, 2023
বিজেপি তাঁকে বেছে নেওয়ায় স্বভাবতই আপ্লুত ভজনলাল শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, রাজস্থানের সব বিজেপি বিধায়ক মানুষের প্রত্যাশা পূরণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, আমরা রাজস্থানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করব।"
#WATCH | Rajasthan CM-designate Bhajanlal Sharma says, "...I would like to assure you that all the MLAs of Rajasthan will definitely meet the expectations that the people have with us, with the BJP. Under the leadership of PM Narendra Modi, we will ensure holistic development of… pic.twitter.com/CAF23kys4O
— ANI (@ANI) December 12, 2023
রাজস্থান বিধানসভায় ২০০ আসনের মধ্যে ১৯৯টিতে নির্বাচন হয় গত ২৫ নভেম্বর। কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের প্রয়াণে করণপুর কেন্দ্রে নির্বাচন মুলতুবি রাখা হয়। সদ্য সমাপ্ত রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি ১৯৯টির মধ্যে ১১৫টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে গেছে ৬৯টি আসন। ২০১৮ সালে, এই কংগ্রেসই ৯৯টি আসনে জয়লাভ করেছিল। যেখানে বিজেপি পেয়েছিল ৭৩টি আসন। অশোক গেহলৌত মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। বিএসপি বিধায়ক ও নির্দলদের সমর্থনে মুখ্যমন্ত্রী হন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে